টি-টোয়েন্টি ফরম্যাটে ৬ মে শুরু প্রিমিয়ার লিগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৪ মার্চ ২০২১

জাগো নিউজের পাঠকরা আগেই ধারণা পেয়ে গিয়েছিলেন যে, এ বছর মে মাসে শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। খেলা হবে পুরোনো মানে গত বছরের দল ঠিক রেখেই। আর ফরম্যাট ৫০ ওভারের বদলে হবে টি-টোয়েন্টি। গত সপ্তাহে প্রকাশিত সে খবরই সঠিক।

আজ (রোববার) দুপুরে হওয়া সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সভায় সে সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। যথারীতি প্রিমিয়ার লিগ হবে আগেরবারের দল অনুযায়ী।

অর্থাৎ গত বছরের মার্চে এক ম্যাচ হয়ে যাওয়া লিগে যে ক্রিকেটার যে দলে ছিলেন, তারা সেই দলেই খেলবেন। এবার আর নতুন করে দল বদল হবে না। আর লিগ ৫০ ওভারের বদলে হবে ২০ ওভারের ফরম্যাটে মানে টি-টোয়েন্টি ম্যাচ। সুপার লিগ, রেলিগেশন লিগ সবাই হবে।

jagonews24

সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ খেলা শুরু হবে আগামী ৬ মে থেকে। প্রথম পর্বে ১০ মে পর্যন্ত চলবে খেলা। এই ৫ দিন খেলা হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর সঙ্গে ঈদের জন্য ২৫ দিন বন্ধ থাকবে লিগের সব খেলা।

তারপর আবার লিগ শুরু হবে ৩১ মে, যা চলবে ১৭ জুন পর্যন্ত। সিসিডিএস সদস্য সচিব আলী হোসেন রোববার বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি এও জানিয়েছেন, প্রতিদিন অংশগ্রহণকারী ১২টি দলই মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাভারের বিকেএসপির দুইটি মাঠে প্রতিদিন মোট ২টি করে হবে ৬টি ম্যাচ।

এআরবি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।