৩০ লাখ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করলেন সাকিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৩ মার্চ ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করে দিয়েছেন। সাকিব আল হাসানের জন্ম মাগুরা জেলায়।

সেই মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় এই মসজিদ নির্মাণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই গর্বিত ক্রিকেটার, মাগুরার কৃতি সন্তান।

সাকিব নিজের অর্থায়নে আধুনিক এই মসজিদ নির্মাণ করছেন বলে একটি সূত্রে জানা যায়। তবে তিনি এ ব্যাপারে প্রচার করতে চান না।

এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

এদিকে এই মসজিদ নির্মাণ কাজে আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই মাগুরার গর্ব সাকিব আল হাসান বহন করেছেন বলে জানা গেছে।

মো: আরাফাত হোসেন/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।