আইপিএলে সবচেয়ে তরুণ দল মোস্তাফিজের রাজস্থান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৬ মার্চ ২০২১
ছবিঃ রাজস্থান রয়্যালস টুইটার

গত মাসের ১৮ তারিখ হওয়া নিলাম থেকে ১ কোটি রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। মোস্তাফিজ ছাড়াও নিলাম থেকে আরও সাত ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এর মধ্যে রয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দাম দিয়ে কেনা ক্রিস মরিসও। যাকে পেতে রাজস্থানের খরচ হয়েছে ১৬ কোটি ২৫ লাখ রুপি।

সবমিলিয়ে রাজস্থানের স্কোয়াড এখন ২৪ জনের। দলের অধিনায়ক ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান সানজু স্যামসন। তার অধীনে মাঠে নামতে যাওয়া রাজস্থান দলটিই গড় বয়সের দিক থেকে টুর্নামেন্টের সবচেয়ে তরুণ দল। রাজস্থানের ২৪ খেলোয়াড়ের গড় বয়স মাত্র ২৫। যা বাকি ৭ দলের চেয়ে কম।

ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে আসন্ন আইপিএলের আট দলের গড় বয়স নির্ণয় করেছে। যেখানে সবচেয়ে বেশি ৩০ গড় নিয়ে টুর্নামেন্টের 'প্রবীণতম' দল চেন্নাই সুপার কিংস। আর সবচেয়ে কম ২৫ গড় বয়স নিয়ে তরুণতম দল রাজস্থান রয়্যালস।

অবশ্য রাজস্থানের গড় বয়স এত কম হওয়াই স্বাভাবিক। কেননা তাদের স্কোয়াডে রয়েছেন সানজু স্যামসন, অনুজ রাওয়াত, মহিপাল লমরোর, মায়াঙ্ক মারকান্দে, রাহুল তেওয়াতিয়া, শ্রেয়াস গোপাল, লিয়াম লিভিংস্টোন, মোস্তাফিজুর রহমানদের মতো খেলোয়াড়। যাদের বয়স ২৪-২৫ এর ঘরে।

এছাড়া এবারের আসরে রাজস্থানের হয়ে খেলবেন রিয়ান পরাজগ, যশবি জাসওয়াল, কার্তিক ত্যাগি, আকাশ সিং, কুলদ্বীপ যাদবরা। যাদের বয়স এখনও ২০-২১ এর ঘরে। তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েই বাজিমাত করার আশা আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের।

আইপিএলের অন্যান্য দলগুলোর গড় বয়স হলো মুম্বাই ইন্ডিয়ান্স ২৭, পাঞ্জাব কিংস ২৭, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ২৭, সানরাইজার্স হায়দরাবাদ ২৮, কলকাতা নাইট রাইডার্স ২৮ ও চেন্নাই সুপার কিংস ৩০।

আসন্ন আইপিএলে রাজস্থান স্কোয়াড
সানজু স্যামসন, অ্যান্ড্রু টাই, অনুজ রাওয়াত, বেন স্টোকস, ডেভিড মিলার, জয়দেব উনাদকাত, জোফরা আর্চার, জস বাটলার, কার্তিক ত্যাগী, মহিপাল লমরোর, মানান ভোহরা, মায়াঙ্ক মারকান্দে, রাহুল তেওয়াতিয়া, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, যশবি জাসওয়াল, শিভাম দুবে, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি ক্যারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদ্বীপ যাদব এবং আকাশ সিং।

সবশেষ নিলাম থেকে যাদের কিনেছে রাজস্থান
ক্রিস মরিস (১৬.২৫ কোটি), শিভাম দুবে (৪.৪ কোটি), চেতন সাকারিয়া (১.২ কোটি), মোস্তাফিজুর রহমান (১ কোটি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লাখ), আকাশ সিং (২০ লাখ), কেসি ক্যারিয়াপ্পা (২০ লাখ), কুলদ্বীপ যাদব (২০ লাখ)।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।