আইপিএলে ইতিহাস সৃষ্টির পর যা বললেন ক্রিস মরিস
নিলামটাকে বলা হচ্ছিল ‘ছোট’, মিনি অকশন। কিন্তু এই ছোট নিলামেই যে এতবড় কাণ্ড ঘটে যাবে, তা কে ভেবেছিল? আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে কিনেছে রাজস্থান রয়্যালস।
সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হওয়ার পর নিজেই অবাক ক্রিস মরিস। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মরিস বলেন, ‘আমি অবিশ্বাস্য রকমের খুশি এবং রোমাঞ্চিত। এটা খুবই দারুণ হবে।’
গত মৌসুমে খুব একটা ভালো খেলতে পারেননি আইপিএলে। যে কারণে এই মৌসুমে তাকে ছেড়ে দিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই সুযোগে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে ফিরলেন পুরনো দলে।
এক সাক্ষাৎকারে মরিস বলেন, ‘এবারের রাজস্থানের দল ভাল হয়েছে। আমি ২০১৫ সালে এই দলের হয়ে খেলেছিলাম। আবার এখানে ফিরে আসতে পেরে খুব খুশি লাগছে। আশা করছি এবার আমরা ভাল খেলতে পারব।’
২০১৩ সালে প্রথমবার আইপিএলে খেলেছিলেন মরিস, চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৫ সালে রাজস্থানের হয়ে ১১ ম্যাচে ৭৬ রান করার পাশাপাশি ১৩টি উইকেটও নেন তিনি। শুধু মরিস নন, শিভাম দুবেকেও দলে নিয়েছে রাজস্থান র্যয়ালস। তাকেও এ মৌসুমে ছেড়ে দিয়েছিল ব্যাঙ্গালুরু।
আইএইচএস/এমএস