বাবার দলই কিনলো শচিনের ছেলে অর্জুনকে
চেন্নাইতে আইপিএলের মিনি অকশন শুরু হওয়ার আগে থেকেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের দিকে। ভারতীয় গ্রেট ক্রিকেটারের ছেলের নাম আইপিএলে নিলামের তালিকায় ওঠার পর থেকেই হাইপ তৈরি হয় তাকে নিয়ে।
২০ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয় এই অলরাউন্ডার ক্রিকেটারের জন্য। কিন্তু সমস্যা দেখা দেয়, আজকের নিলাম শুরু হওয়ার পর থেকেই। কারণ, একে একে সব ক্রিকেটারের নামই ডাকা হচ্ছে, কিন্তু অর্জুন টেন্ডুলকারের নাম কেন ডাকা হচ্ছে না?
অবশেষে ডাকা হলো। এবারের নিলামে সর্বশেষ নাম হিসেবে ডাকা হলো অর্জুন টেন্ডুলকারকে। শচিনের ছেলেন নাম উঠলো আইপিএল নিলামে। তবে হতাশ হতে হলো না অর্জুন কিংবা শচিন কাউকেই।
মুম্বাই ইন্ডিয়ান্স যেন প্রস্তুতই ছিল অর্জুনের নাম ওঠার জন্য। তার নাম ডাকার সঙ্গে সঙ্গেই প্যাডল তুলে ধরলো মুম্বাই। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে তাকে কিনতে চায় তারা। নিলাম কারীরা অপেক্ষায় ছিল, অন্য কেউ অর্জুনের জন্য প্যাডল তোলে কি না। কিন্তু না, কেউ আগ্রহ দেখালো না। অর্থ্যাৎ, মুম্বাই ইন্ডিয়ান্সই ভিত্তিমূল্যে কিনে নিলো অর্জুন টেন্ডুলকারকে।
বাবার দলেই গেলেন অর্জুন। আইপিএলে মুম্বাইর হয়েই খেলেছিলেন শচিন। খেলা ছাড়ার পর তিনি হলেন মুম্বাইর মেন্টর। এবার ছেলে খেলবেন এই দলের হয়েই।
আইএইচএস/এমএস