ক্ষিপ্ত পাপন বললেন, এভাবে চলতে দেয়া যায় না

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

অডিও শুনুন

ওয়েস্ট ইন্ডিজের কাছে পরপর দুই টেস্টে হতাশাজনক হার হজম করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন অবস্থা কেন? সে বিষয়ে সবার কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। শুধু তাই নয়, দ্রুত এ অবস্থার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

রোববার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সফরকারীদের ছুড়ে দেয়া ২৩১ রানের জবাবে টাইগাররা অলআউট হয়েছে ২১৩ রানে, ম্যাচ হেরেছে ১৭ রানের ব্যবধানে, যা কি না রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানের পরাজয়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত দ্বিতীয় ম্যাচটি হারল বাংলাদেশ।

অন্যদিকে প্রথম ম্যাচে ছিল বোলারদের স্পষ্ট ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের সেই ম্যাচে এক পেসারের সঙ্গে দলে নেয়া হয়েছিল চার স্পিনার। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশন বদলায়নি, স্পিনার একজন কমালেও সেই এক পেসার নিয়েই নামে স্বাগতিকরা। এটি নিয়েই ক্ষুব্ধ বিসিবি বিগ বস।

ম্যাচ ও সিরিজ হারের পর রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাপন বলেন, ‘হাতেগোনা কয়টা স্পিনার আছে আমাদের? সাকিবকে আপনি বাদ দিন। এ ছাড়া স্পিনার কয়টা আছে আমাদের? দু-তিনজন... কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে।’

স্কোয়াডে বেশি পেসার নিয়েও না খেলানোয় ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘পরিবর্তন তো আনা হয়। খেলানো তো হয় না। এমনিও তো (স্কোয়াডে) পাঁচটা পেসার আছে। কিন্তু কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলেনি। এখানেও অন্তত দুজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলেনি কেন?’

এসময় সবার কাছে জবাবদিহি চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাকে তো বলা হয়েছে (বেশি পেসার) খেলবে। পরে তো দেখি (মাঠে) নামছে না। ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে, আমরা কেউ নেই তো আর। (জবাবদিহি) চাইব সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইব।’

বিসিবিপ্রধান জোর দিয়েই জানান, সমাধান হবে সবকিছুর, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের (২০১৯ সালের পরাজয়) পরে বেশিকিছু বলতে চাইনি, কিন্তু আজ আপনাদের আমি বললাম। এটা পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক...।’

এসএএস/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।