চেন্নাই টেস্টে ফলোঅনের ঝুঁকিতে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের পাহাড়। জবাবে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে চেতেশ্বর পূজারা আর রিশাভ পান্তের লড়াই। এই লড়াইয়ে তারা দলকে বিপদ থেকে বাঁচালেও এখনও কঠিন পথ পাড়ি দিতে হবে স্বাগতিকদের।

চেন্নাই টেস্টে যে ফলোঅনের শঙ্কাই কাটেনি ভারতের। ৬ উইকেটে ২৫৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বিরাট কোহলির দল। এখনও পিছিয়ে ৩২১ রানে। অর্থাৎ ফলোঅন এড়াতে হলেও বাকি ৪ উইকেটে আরও ১২২ রান করতে হবে স্বাগতিকদের।

জোফরা আর্চার আর ডম বেস ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে খেলেছেন। আর্চারের আগুনে গোলার সামনে অসহায়ত্ব প্রকাশ করেছেন রোহিত শর্মা (৬), শুভমান গিল (২৯)। ডম বেসের ঘূর্ণিতে উইকেট বিলিয়েছেন মিডল অর্ডারের ভরসা বিরাট কোহলি (১১), আজিঙ্কা রাহানে (১)।

৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়ে ভারত। সেই বিপদ থেকে দলকে উদ্ধার করতে রয়েসয়ে খেলা নয়, স্বভাবজাত মারকুটে ব্যাটিং করেছেন রিশাভ পান্ত। পূজারাকে নিয়ে পঞ্চম উইকেটে ১১৯ রান যোগ করেন তিনি। পূজারা অবশ্য ছিলেন টেস্ট মেজাজেই। ১৪৩ বলে ১১ বাউন্ডারিতে ৭৩ রান করে তিনি বেসের তৃতীয় শিকার হলে ভাঙে বড় জুটিটি।

পান্ত তবু মেরে খেলে যাচ্ছিলেন। তবে অতিআগ্রাসী ব্যাটিংই আক্ষেপ বাড়িয়েছে তার, আটকে গেছেন নার্ভাস নাইন্টিজে। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে বেসের বলে ৯১ রানে আউট হন ভারতীয় উইকেটরক্ষক। ৮৮ বলে তার ওয়ানডে ধাচের ইনিংসটি ছিল ৯ বাউন্ডারি আর ৫ ছক্কায় সাজানো।

সেট দুই ব্যাটসম্যান ফেরার পর হাল ধরেছেন রবিচন্দ্রন অশ্বিন আর ওয়াশিংটন সুন্দর। দিনশেষে তারা অবিচ্ছিন্ন আছেন ৩২ রানে। অশ্বিন ৮ আর সুন্দর ৩৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।