সাইফ না সাদমান, তামিমের সঙ্গী হবেন কে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

দলে ওপেনার তিনজন-তামিম ইকবাল, সাদমান ইসলাম আর সাইফ হাসান। সব হিসেব নিকেশেই তামিম এক নম্বর ওপেনার। দলের অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভও।

এখন প্রশ্ন হলো, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তামিমের সঙ্গী হবেন কে-সাইফ নাকি সাদমান?

ক্যারিবীয়দে বিপক্ষে সিরিজে টাইগারদের ওপেনিং জুটি নিয়ে নানা জল্পনা-কল্পনা। কেউ চাইছেন ডানহাতি সাইফকে, কারও পছন্দ বাঁহাতি সাদমান। নির্বাচক ও টিম ম্যানেজম্যান্ট কি ভাবছে?

ভেতরের খবর,সিরিজ শুরুর ৪৮ ঘন্টা আগেও তা পুরোপুরি ঠিক হয়নি। হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলতে পারছেন না, তামিমের সাথে ব্যাট হাতে কে ওপেন করবে। তবে এ প্রোটিয়া কোচ দলের অন্যান্য ব্যাটিং পজিশন চূড়ান্ত করে ফেলেছেন।

আজ (সোমবার) ভার্চ্যুয়াল প্রেস মিটে সে কথা জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে কিছু আলাপ আলোচনা বাকি আছে। কিছু বিষয় নিয়ে কথাবার্তা আরও হবে।’

টাইগার হেড কোচ যোগ করেন, ‘তবে তিন, চার, পাঁচ আর ছয় নম্বর পজিশন একদম চূড়ান্ত। তারপরও নির্বাচকদের সাথে বসে কিছু আলোচনার দরকার আছে।’

তামিমের সাথে সম্ভাব্য ওপেনিং পার্টনার কে হবে? এমন প্রশ্নে কোচ বলেন, ‘এটা নিয়েও আলাপ আলোচনা-পর্যালোচনা হবে। কারণ আমাদের হাতে একাধিক বিকল্প আছে।’

তরুণ দুই ওপেনারকে নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘সাইফ হাসান বাংলাদেশের সর্বশেষ টেস্টে খেলেছে। আর আঙ্গুল ভেঙে ছিটকে পড়ার আগে আগে সাদমানও ওপেন করেছে। এখন আমাদের একজনকে বেছে নিতে হবে।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।