৮৬ বছরে প্রথমবার বাতিল ঐতিহাসিক রঞ্জি ট্রফি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

 

ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার তৈরির অন্যতম মঞ্চ রঞ্জি ট্রফি। ঐতিহাসিক এ টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হন খেলোয়াড়রা। কিন্তু এবারের ২০২০-২১ মৌসুমে আর বসছে না রঞ্জি ট্রফির আসর।

১৯৩৪-৩৫ মৌসুমে শুরুর পর ৮৬ বছরে এবারই প্রথম বাতিল করা হলো রঞ্জি ট্রফির পুরো আসর। তবে পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে চলতি মৌসুমের সময়ের মধ্যে।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে যথাসময়ে মাঠে গড়ায়নি রঞ্জি ট্রফি। এখন নতুন মৌসুমের সময় ঘনিয়ে আসায় টুর্নামেন্টের এবারের আসরটি বাতিল করতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শুক্রবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এ সিদ্ধান্ত মূলত রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর ফিডব্যাকের ভিত্তিতেই নেয়া হয়েছে বলে জানিয়েছেন জয় শাহ।

চিঠিতে জয় শাহ লিখেছেন, ‘যেহেতু এখন ক্রিকেট খেলার জন্য বাড়তি সতর্কতা নেয়ারও প্রয়োজন রয়েছে, তাই ক্রিকেট সূচি প্রস্তুত করা খুবই কঠিন বিষয়। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে, নারী ক্রিকেট যেন মাঠে গড়ায়। সেটি করতে পারছি আমরা।’

তিনি আরও যোগ করেন, ‘পাশাপাশি পুরুষ দলের ৫০ ওভারের ক্রিকেট বিজয় হাজারে ট্রফি ও অনূর্ধ্ব-১৯ দলের ৫০ ওভারর ক্রিকেট ভিনু মানকড় ট্রফিও মাঠে গড়াবে। এ বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই রাজ্য এসোসিয়েশনগুলোকে জানিয়ে দেয়া হবে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।