ভেট্টোরি না আসায় স্পিন কোচের দায়িত্বে সোহেল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সব স্পেশালিস্ট কোচ আসলেও ড্যানিয়েল ভেট্টোরি আসছেন না। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের উদ্ধৃতি দিয়ে জাগো নিউজেই দু’দিন আগে প্রকাশিত হয়েছিল সে প্রতিবেদন।
আজ (বুধবার) বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে আকরাম খান জানিয়েছেন, ‘এখন আসবেন না ভেট্টোরি। বাংলাদেশ দল যখন মার্চে নিউজিল্যান্ডে যাব, তখন নিজ দেশে থেকেই সাকিব-তাইজুলদের সাথে কাজ করবেন তিনি।’
এদিকে ভেট্টোরি না আসায় তার বিকল্পও ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ঘরের মাঠে টাইগার স্পিনারদের সাথে কাজ করবেন স্বদেশি স্পিন কোচ সোহেল ইসলাম।
ভেট্টোরির না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আকরাম খান বলেন, ‘ও (ভেট্টোরি) আসতে চেয়েছিল, কিন্তু অনেক আনুষ্ঠানিকতার ব্যাপার রয়েছে। নিউজিল্যান্ড থেকে যখন কেউ বাইরে যায়, আবার বাইরে থেকে যখন দেশে ঢুকে, তখন অনেকদিন সময় লাগে। তাই এটা খুব কঠিন।’
নিউজিল্যান্ড থেকে ছাড়পত্র নেয়া, কোয়ারেন্টাইনসহ আনুষাঙ্গিক ঝামেলায় সময় তো লাগবেই, সঙ্গে খরচও বাড়বে। তাই ভেট্টোরিকে আর জোর করেনি বিসিবি। বরং ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটা স্বদেশি কোচ সোহেল ইসলামকে দিয়েই চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আকরাম বলেন, ‘আমরা নিউজিল্যান্ড যখন যাব, তখন সে (ভেট্টোরি) দলের সাথে থাকবে। আপাতত বাংলাদেশি কোচ সোহেলকে অন্তবর্তীকালীয় সময়ে ওর পরিবর্তে রাখছি।’
এআরবি/এমএমআর/জেআইএম