বক্সিং ডে টেস্টের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে হারের পর টেস্টে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো তারা। অধিনায়ক বাবর আজম, ওপেনার ইমাম উল হকের পর এবার লেগস্পিনার শাদাব খানও ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে।

আগামী শনিবার (২৬ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে খেলা হবে লেগস্পিনার শাদাব খানের। ঊরুর ইনজুরির কারণে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার এমআরআই স্ক্যান করা হবে শাদাবের।

এদিকে এ লেগস্পিনারের বদলে প্রথম টেস্টের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে ২৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার জাফর গোহারকে। ২০১৯-২০ মৌসুমের কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ ৩৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৪৪ উইকেট রয়েছে তার নামের পাশে।

টেস্ট সিরিজে পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (প্রথম টেস্টের অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান, ইয়াসির শাহ এবং জাফর গোহার। (বাবর আজম, ইমাম উল হক এবং শাদাব খান দ্বিতীয় টেস্টে যোগ হবেন।)

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।