শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রিয়াদ-মাশরাফিরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

দেখতে দেখতে ফাইনাল ম্যাচে চলে এসেছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি। শিরোপার লড়াইয়ে মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাট করতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত দশ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে চট্টগ্রাম। খুলনা খেলেছে নয় ম্যাচ, জিতেছে ৫টি। দুই দলের মুখোমুখি লড়াইয়েও চট্টগ্রামের আধিপত্য। তিনবারের দেখায় দুই জয় তাদের। তবে কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে খুলনা।

শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম। অন্যদিকে বাধ্যতামূলক পরিবর্তন আনতে হয়েছে খুলনাকে। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র চলে যাওয়ায় এ ম্যাচে নেই সাকিব আল হাসান। তার বদলে নেয়া হয়েছে ডানহাতি পেসার শহীদুল ইসলামকে।

জেমকন খুলনা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শহীদুল ইসলাম ও মাশরাফি বিন মর্তুজা।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস ( উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, নাদিফ চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

এসএএস/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।