শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই, বিদায় নেবে কে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরে বাংলায় ফাইনালে মুখোমুখি হবে কোন দুই দল? সে প্রশ্ন, সামনে রেখে আগামীকাল সোমবার মাঠে গড়াবে কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর ম্যাচ।

দুই পর্বের রাউন্ড রবিন লিগ শেষে ফাইনাল নিশ্চিত করতে আগামীকাল সন্ধ্যায় মাঠে নামবে একইসঙ্গে ‘পঞ্চপান্ডবের তিন পান্ডব’- মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আর মাশরাফি মর্তুজার দল।

তার আগে এলিমিনেটর লড়াইয়ে মুখোমুখি হবে মুশফিকুর রহীমের বেক্সিমকো ঢাকা ও তামিম ইকবালের ফরচুন বরিশাল।

এবারের আসরে দুই পর্বে দু দলের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। প্রথম সাক্ষাতে জিতেছিল বেক্সিমকো ঢাকা। ২ ডিসেম্বর শেরে বাংলায় অফস্পিনার রবিউল ইসলাম রবি ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট দখল করলে মাত্র ১০৮ রানে থেমে যায় বরিশাল। ৭ উইকেট অক্ষত রেখে মাত্র তিন উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছালেও ঢাকাকে খেলতে হয় ১৮.৫ ওভার পর্যন্ত।

আর ফিরতি পর্বে ঢাকা ও বরিশাল ম্যাচটি ছিল দু’দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। বরিশালের ছিল অস্তিত্বের লড়াই। শেষ চারে খেলতে হলে জয় ছিল খুব দরকারি। আর গাজী গ্রুপ চট্টগ্রামের সাথে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার-১ এ খেলতে মুশফিকের ঢাকারও জয় প্রয়োজন ছিল।

শেষ পর্যন্ত ওপেনার নাইম শেখ অনবদ্য শতরান করলেও দুই সাহসী ও উদ্যমী তরুণ তৌহিদ হৃদয় আর আফিফ হোসের ধ্রুব‘র ঝড়ো জোড়া হাফ সেঞ্চুরিতে শেষ হাসি হাসে বরিশাল। কাল (১৪ ডিসেম্বর ) সোমবার মুশফিক আর তামিম বাহিনী আবার মুখোমুখি।

এবারের সাক্ষাত এলিমিনেটর পর্বে। এ পর্ব মানেই ‘সাডেন ডেথ।’ হারলেই বিদায়। ফাইনাল খেলার স্বপ্ন জিইয়ে রাখতে হলে জয় ছাড়া পথ নেই। বিজয়ী দল টিকে থাকবে লড়াইয়ে। ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার-২ এ মুখোমুখি হবে সোমবার রাতে চট্টগ্রাম আর খুলনার পরাজিত দলের বিপক্ষে।

দু’দলই অনেক চড়াই উৎরাই পার হয়ে শেষ চারে। এর মধ্যে ঢাকার অবস্থা শুরুতে ছিল বেশ খারাপ। প্রথম তিন ম্যাচ টানা হারের পর আবার পর পর চার ম্যাচ জিতেছে ঢাকা। একই ভাবে বরিশালও অনেকটা তাই। শেষ দিকে পর পর দুই খেলায় মিনিষ্টার রাজশাহী আর বেক্সিমকো ঢাকাকে হারিয়ে নকআউট পর্বে তামিম বাহিনী।

শেষ দুই ম্যাচে বরিশালের ব্যাটসম্যানরা জ্বলে উঠেছেন দারুণভাবে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ২২০ রানের হিমালয় সমান স্কোর টপকে তামিম বাহিনী জিতে এবারের আসরের সবচেয়ে বড় চমকটি উপহার দিয়েছে।

ওই ম্যাচে ওয়ান ডাউন পারভেজ হোসেন ইমনের ম্যাচ জেতানো শতক আর পেসার কামরুল ইসলাম রাব্বির অনবদ্য হ্যাটট্রিক বরিশালের সাফল্যে রেখেছে বড় ভূমিকা।

ঠিক গতকাল শনিবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচেও দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব আর তৌহিদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরি এবং ঝড়ো ব্যাটিংয়ে ১৯৩ রানের বড় স্কোর গড়ে ২ রানে জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে বরিশাল।

ঢাকার ওপেনার নাইমের শতরানের পরও বাঁ-হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ’র স্পিন ভেলকি (এক স্পেলে তিন উইকেট) আর শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বির ঠান্ডা মাথার বোলিংয়ে জয় পায় বরিশাল।

দেখা যাক সোমবারের ম্যাচে কোন দল হাসে শেষ হাসি?

এআরবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।