ছক্কা-বৃষ্টিতে তামিমের রেকর্ডে ভাগ বসালেন শান্ত
একদম প্রথম ওভার থেকেই একের পর এক দৃষ্টিনন্দন শটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকাচ্ছিলেন আনিসুল ইসলাম ইমন। অপরপ্রান্তে দাঁড়িয়ে সেসব দেখছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহীতে ইমনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবু তেড়েফুঁড়ে মারতে যাননি তিনি। ইনিংসের প্রথম ৫ ওভারে ইমনের সংগ্রহ যখন ১৮ বলে ৩৫ রান, তখন শান্তর ব্যাটের রান ১২ বলে মাত্র ৭, ছিল না কোনো বাউন্ডারি।
ইনিংসের ঐ অবস্থায় হয়তো ফরচুন বরিশালের বোলাররা ঘুণাক্ষরেও কল্পনা করেনি যে, পরের ১৫ ওভারে এত বড় তাণ্ডবের সামনে পড়তে হবে তাদের। মুখোমুখি ১৩তম বলে প্রথম বাউন্ডারি হাঁকান শান্ত, পরের বলেই ফাইন লেগ দিয়ে মারেন ছক্কা। কামরুল রাব্বির সেই ওভারের প্রথম দুই বলে চার-ছয় মেরেছিলেন ইমনও। সে ওভার দিয়েই খোলস থেকে বের হন রাজশাহী অধিনায়ক, বাকি সময়ে দাপুটে ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
রাব্বির বোলিংয়ে ছক্কার মার শুরুর পর আরও ১০ বার বলকে উড়িয়ে সীমানা পার করেন শান্ত। যা কি না বাংলাদেশের পক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কার রেকর্ড। তার আগেই ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছেন তামিম ইকবাল। ২০১৮-১৯ মৌসুমের বিপিএল ফাইনালে ১১ ছক্কার মারে ১৪১ রান করেছিলেন তামিম। এবার তার রেকর্ডে ভাগ বসিয়ে সমান ১১ ছক্কার মারে ১০৯ রান করলেন শান্ত।
রাজশাহী অধিনায়কের অশান্ত ব্যাটের সামনে অসহায় দেখা গেছে মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুবদের। মেহেদি মিরাজের করা দশম ওভারে জোড়া ছক্কা হাঁকান শান্ত, আফিফের করা ১৪তম ওভারে মারেন আরও তিনটি। ব্যক্তিগত ফিফটি করতে ২ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান শান্ত, খেলেন ৩২ বল।
পরের ফিফটি করতে শান্ত নেন মাত্র ২০ বল। সবমিলিয়ে ৫২ বলে সেঞ্চুরি পূরণ করার পথে ৪টি চারের সঙ্গে ১০টি ছক্কা মারেন তিনি। তাসকিন আহমেদের বোলিংয়ে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কার মারে সেঞ্চুরি পূরণ করেন তিনি, হেলমেট খুলে করেন উত্তাল উদযাপন। পরের বলেই আবারও ছক্কা মেরে তামিমের ১১ ছক্কার রেকর্ডে ভাগ বসান তিনি। তবে এরপর আর পারেননি। আউট হয়ে যান ৫৪ বলে ৪ চারের সঙ্গে ১১ ছক্কার মারে ১০৯ রান করে।
এসএএস/এমএমআর/এমকেএইচ