আইপিএল ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে দিল্লি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১০ নভেম্বর ২০২০

পঞ্চম শিরোপা নাকি প্রথম শিরোপা? মুম্বাই ইন্ডিয়ান্স নাকি দিল্লি ক্যাপিটালস? আইপিএলের তেরোতম আসরের শিরোপা জিতবে কে? নির্ধারণ হয়ে যাবে আর দুই থেকে তিন ঘণ্টা পরই।

তার আগে আপাতত ভাগ্যের খেলায় জিতে গেলো দিল্লি ক্যাপিটালস। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে টস করতে নেমে জিতলেন দিল্লির অধিনায়ক স্রেয়াশ আয়ার। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগের ১২ আসরের মধ্যে ৪ বারই শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে সবচেয়ে বেশি সাফল্য এই দলটির। এবার চ্যাম্পিয়ন হলেই দলটির শোকেসে শিরোপা উঠবে ৫মবার। আর প্রথমবারের মত এবারই আইপিএলের ফাইনালে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। শিরোপা জিতলে তা হবে তাদের জন্য বাজিমাত। কারণ, তরুণ অধিনায়ক স্রেয়াশ আয়ারের নেতৃত্বে শিরোপা জেতটা হবে দারুণ একটি অর্জন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ যে উইকেট তৈরি করা হয়েছে, তাতে রানই ওঠার কথা। বিশেষ করে পিচ কিউরেটর মার্ক নিকোলাস জানিয়ে দিয়েছেন, আজ ফাইনালে উইকেট হবে ব্যাটসম্যানদের।

এ কারণেই মূলতঃ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক স্রেয়াশ আয়ার। তিনি বলেন, ‘গত ম্যাচে প্রথমে ব্যাট করাটা ছিল আমাদের জন্য ভালোদিক। সে অভিজ্ঞতাই এই ম্যাচে কাজে লাগাতে চাই। যখন স্কোরবোর্ডে একটা ভালো স্কোর থাকে, তখন বোলারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায় অনেক। আর বোলিংটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা।’

টস হেরে খুব বেশি চিন্তায় নেই মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা খুবই আত্মবিশ্বাসী। টস হেরেছি তো কি হয়েছে। আরেকটি ফাইনালের অংশ হতে পারছি, এটাই তো অনেক ভালো লাগার। এটা হয়তো বা ম্যাচে খুব বেশি প্রভাব ফেলবে না। আগে কি খেলেছি, সেটা ভুলে গিয়েছি। এটা একটা ফ্রেশ দিন, ফ্রেশ গেম। ফাইনালের চাপ সব সময়ই একটু ভিন্ন। দলের সবাই অভিজ্ঞ। রাহুল চাহারকে বাদ তিয়ে জয়ন্ত যাদবকে নেয়া হয়েছে। ট্যাকটিক্যাল কারণে এই পরিবর্তন।’

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কাউল্টার নেইল, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালস একাদশ
শিখর ধাওয়ান, মার্কাস স্টোইনিজ, আজিঙ্কা রাহানে, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, প্রাভিন ডুবে, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, অ্যানরিখ নর্টজে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।