আইপিএলে খেলা হলো না পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান পেসারের
যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ডাক পান। স্বপ্নটা তো বড়ই ছিল পাকিস্তানে জন্ম নেয়া আমেরিকান ক্রিকেটার আলি খানের। ২৯ বছর বয়সী এই পেসারের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল।
আইপিএলে ডাক পড়েছিল আরেকজনের চোটে। এবার নিজেই চোটের কারণে ছিটকে পড়লেন আলি খান। আইপিএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এর আগে কলকাতা নাইট রাইডার্সে হ্যারি গার্নের চোটে বদলি হিসেবে ডাক পেয়েছিলেন আলি খান। আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ হওয়া প্রথম যুক্তরাষ্ট্রের ক্রিকেটার খান। দুর্ভাগ্যজনকভাবে এবারের মৌসুমটা তিনি চোটের কারণে মিস করছেন।’
পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া আলি খানের গত বছর যুক্তরাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। একটি ওয়ানডে খেলেছেন তিনি। ২৩ রান খরচায় একটি উইকেটও পান।
তবে আলি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নজরে আসেন মূলত ক্যারিবীয় লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলে। ওই দলটির মালিক শাহরুখ খান, আইপিএলে কেকেআরেরও মালিক তিনিই।
সিপিএলে নিজের দুর্দান্ত বোলিং দিয়ে আসরের অন্যতম সেরা পারফরমার ছিলেন আলি। ৮ ম্যাচ খেলে ৭.৪৩ গড়ে পেয়েছিলেন ৮ উইকেট। ফাইনালে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়য় ত্রিনবাগো।
আলি খান নিয়মিতই ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। স্লগ ওভারেও কলকাতার বোলিং আক্রমণে বাড়তি মসলা যোগ করতে পারবেন, এমন ভাবনা থেকেই তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। শেষতক কোনো ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে আলিকে।
এমএমআর/এমকেএইচ