শেখ রাসেল ম্যানেজারের বিপক্ষে বোর্ডে রুমানার অভিযোগ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০১ অক্টোবর ২০২০

খবরটি বেশ কয়েক মাস আগের। ক্লাব ক্রিকেটে পাওনা চেয়ে অপমানিত হয়েছিলেন জাতীয় নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ।

লিগ শেষে পারিশ্রমিক চেয়েছিলেন নিজ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তাদের কাছে; কিন্তু পাওনা পাওয়ার পরিবর্তে শুনতে হয়েছিল তীর্যক কথা-বার্তা।

বিজ্ঞাপন

একজন নারী ক্রিকেটার মাঠে খেলেছেন। বিনিময়ে তার পারিশ্রমিক চাইবেন, সেটাই স্বাভাবিক। ওই সময় সেটা প্রচার মাধ্যমেও মোটামুটি সাড়া জাগিয়েছিল খবরটি।

তবে এ নিয়ে তেমন কোন হই চই হয়নি। তবে ধারনা করা হচ্ছে, এবার হয়ত ব্যাপারটা আর আড়ালে থাকবে না। প্রকাশ্যেই আসছে এবং একটা হেস্ত-নেস্ত হয়েই ছাড়বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারন খুব ভেতরের খবর, রুমানা আহমেদ শেখ রাসেলের ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এবং জানা গেছে, সেই অভিযোগ সরাসরি বোর্ডে জমাও পড়েছে।

জানা গেছে, গতকাল বুধবারই নাকি রুমানা বোর্ডে শেখ রাসেল ম্যানেজারের বিপক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।