আপাতত বাতিল টাইগারদের শ্রীলঙ্কা সফর!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

অডিও শুনুন

হ্যাঁ, না, হ্যাঁ করতে করতে শেষ পর্যন্ত ‘না’ই হয়ে যাচ্ছে টাইগারদের শ্রীলঙ্কা সফর। আজ সোমবার (২৮ সেপ্টেমর) বিকেলের মধ্যেই ঘোষণা আসছে আপাতত আর শ্রীলঙ্কা সফর নয়।

প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে বসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বোর্ড পরিচালকদের নিয়ে অনির্ধারিত বৈঠক করেন বিসিবি বিগ বস। যেখানে বোর্ডের প্রায় সব পরিচালকই উপস্থিত ছিলেন।

বোর্ডের উচ্চ পর্যায়ের এক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, সব দিক বিচার বিবেচনায় আপাতত শ্রীলঙ্কা সফরে না যাওয়ার কথাই আলোচনা হয়েছে। অর্থাৎ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে এখন শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না টাইগারদের।

আজ বিকেলে বিসিবিতে সে আনুষ্ঠানিক ঘোষণাই হয়তো দেবেন নাজমুল হাসান পাপন।

এআরবি/এসএএস//এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।