বিলিংসের ছক্কায় বল হারাল গাড়ি পার্কিংয়ে (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

পাড়ার ক্রিকেটে এমন ঘটনা দেখা যায়। ব্যাটসম্যান হয়তো বড় ছক্কা হাঁকালেন, বল মাঠের বাইরে কোথায় গিয়ে পড়ল, খুঁজে বের করতে ফিল্ডারের ঘাম ঝরার অবস্থা। এখন আর পাড়ার ক্রিকেটে নয়, এমন ঘটনার দেখা মেলে আন্তর্জাতিক ম্যাচেও!

করোনার কারণে মাঠে দর্শক ঢোকার অনুমতি নেই। ছক্কা গ্যালারিতে পড়লেও ফিল্ডারকে চেয়ারের ভাঁজে ভাঁজে খুঁজতে হয় বল। এবার তো অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঘটলো আরও মজার ঘটনা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ছিল ইংল্যান্ড। ২৭তম ওভারে প্যাট কামিন্সের বাউন্সার ডেলিভারিতে ছক্কা হাঁকান ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস। বলটা একটু দেরিতে খেলায় সেটা ব্যাটে লেগে আকাশে ভেসেই চলে যায় উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে।

যায় তো যায়ই, ছক্কা হয়ে এক ড্রপে বলটি দুই স্ট্যান্ডের মাঝের ফাঁক গলেও বেরিয়ে যায়। পড়ে গিয়ে মাঠের বাইরে রাখা গাড়ি পার্কিংয়ের স্থানে। আর কারও সাহায্যের দরকার হয়নি। ফিল্ডার মিচেল মার্শই সুবোধ বালকের মতো সেই বল আনতে চলে যান রাস্তায়। সেখান থেকে কুড়িয়ে এনে তারপর আবার দাঁড়ান ফিল্ডিংয়ে।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেটিতে ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। জবাবে ৯ উইকেটে ২৭৫ রানের বেশি যেতে পারেনি স্বাগতিকরা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।