পেস বোলিং কোচ গিবসনের ফ্লাইট বিলম্ব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

সাধারণত অ্যামিরাটসের ঢাকা ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টা ৪০ মিনিটে। সেই ফ্লাইটেই ঢাকা আসার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ ওটিস গিবসনের। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে যথাসময়ে আসা হয়নি এ ক্যারিবিয়ানের।

তাকে স্বাগত জানাতে সকাল সকাল বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ওয়াসিম খান। বিসিবির পক্ষে ক্রিকেটার, প্রশিক্ষক ও ক্রিকেট ব্যক্তিত্বদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পাদনের দায়িত্বে থাকা বিসিবির এ কর্তা জাগো নিউজকে বিমান বন্দর থেকে জানান, গিবসন আসবেন। তবে একটু দেরিতে। তার ফ্লাইট দেরিতে দুবাই থেকে ছেড়েছে। তাই সকাল ৮টা ৪০ মিনিটের বদলে এখন তিনি আসবেন সকাল ৯টা ৫০ মিনিটে।

উল্লেখ্য, হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর তার স্বদেশি ফিল্ডিং কোচ রায়ান কুক বাংলাদেশ এসে পৌঁছেছেন দুদিন আগেই।

এআরবি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।