আইপিএল নয়, পরিবারকেই বেছে নিলেন হরভজন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০

চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় অফস্পিনার হরভজন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। একই কারণে তার আগে এবারের আইপিএল ছেড়েছেন সুরেশ রায়নাও।

প্রাথমিকভাবেও ব্যক্তিগত কারণ বললেও পরে সেটি খোলাসা করেছেন হরভজন। জানিয়েছেন, মূলত নিজের পরিবারের প্রতি চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার মন পড়ে থাকবে আরব আমিরাতে খেলার মাঠেই। এসময় সবাইকে ব্যক্তি নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে অনুরোধ করেছেন তিনি।

এবারের আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে টুইটারে হরভজন লিখেছিলেন, ‘বন্ধুরা ব্যক্তিগত কারণে আমি এবারের আইপিএল খেলব না। এখন কঠিন সময় যাচ্ছে, যেটা আমি পরিবারের সঙ্গে কাটাতে চাই। চেন্নাই ম্যানেজম্যান্ট সবসময়ের মতো এবারও সহানুভূতিশীল। তাদের জন্য শুভকামনা।’

তবে পরে ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন হরভজন। জানিয়েছেন, ‘আমি যখন চেন্নাই ম্যানেজম্যান্টকে নিজের সিদ্ধান্ত জানিয়েছি, তারা আমার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। আমি শুধু বলবো যে, কিছু সময় আছে যখন খেলাধুলার চেয়ে পরিবারকে এগিয়ে রাখতে হয়। আমার ছোট পরিবারটাই এখন আমার সব মনোযোগের কেন্দ্রে। তবে হ্যাঁ, আমার মন পড়ে থাকবে আমিরাতেই।’

রায়নার পর হরভজনকেও হারিয়ে খানিক সমস্যায়ই পড়তে হবে চেন্নাইকে। কেননা আরব আমিরাতের স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তুরুপের তাস হতে পারতেন হরভজন। কিন্তু তিনি না থাকায় এখন পার্টটাইম বোলার কেদার যাদভকে দিয়ে অফস্পিনের কাজ চালাতে হবে চেন্নাইকে।

তবে চেন্নাই দলে স্পিনারের কমতি নেই। রবীন্দ্র জাদেজা, পিয়ুশ চাওলা, কার্ন শর্মা, ইমরান তাহির, সাঁই কিশোর এবং মিচেল স্যান্টনারদের নিয়ে স্পিনিং ফ্রেন্ডলি উইকেটের সুবিধা ভালোভাবেই কাজে লাগাতে পারবে চেন্নাই। তবে হরভজনের অভিজ্ঞতার ঘাটতি থেকেই যাবে তাদের।

চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত দুইটি মৌসুম খেলেছেন হরভজন। যেখানে ২৪ ম্যাচ খেলে ৭.৬৭ ইকোনমিতে ২৩ উইকেট শিকার করেছেন তিনি। এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১২৭ উইকেট নিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ১৫০ উইকেট নিয়ে আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হরভজন।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।