এবার ব্যর্থ নারিন, কিন্তু মুনরো-ব্রাভো আছেন না!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৪ আগস্ট ২০২০

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছে শাহরুখ খানের দল ট্রিনবাগো নাইট রাইডার্স। তিনটি ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। সর্বশেষ রোববার রাতে বার্বাডোজ ট্রাইডেন্টকে শ্বাসরূদ্ধকর ম্যাচে ১৯ রানে হারিয়ে জয়ের শতভাগ ধারা বজায় রেখেছে তারা।

ত্রিনিদাদের তোরুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে ট্রিনবাগো নাইট রাইডার্স। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমে যায় বার্বাডোজ ট্রাইডেন্ট। ফলে ১৯ রানে জয় পায় ট্রিনবাগো। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কলিন মুনরো।

টস জিতে প্রথমে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় ট্রাইডেন্ট অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট করতে নেমে এই ম্যাচে ব্যর্থ হলেন আগের দুই ম্যাচে ঝড় তোলা সুনিল নারিন। ১৬ বল খেলে তিনি করেন মাত্র ৮ রান। শেষ পর্যন্ত রেমন রেইফারের বলে বোল্ড হয়ে যান তিনি। আরেক ওপেনার লেন্ডল সিমন্স করেন মাত্র ২১ রান। তিনিও বল ব্যায় করেন বেশি, ২১টি।

দলের ২২ রানের মাথায় আউট হন সিমন্স। এরপর মুনরোর সঙ্গে জুটি বেধে ব্যাট করেন নারিন। নিজে হয়তো বেশি কিছু করতে পারেননি। তবে মুনরোর সঙ্গে ৪১ রানের জুটি বাধেন তিনি। নারিন আউট হওয়ার পর জুটি বাধেন কলিন মুনরো এবং ড্যারেন ব্র্যাভো।

যদিও এই জুটি খুব বেশি আগায়নি। ৮৭ রানের মাথায় আউট হয়ে যান নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মুনরো। তার আগে ঝড় তুলে দিয়ে যান তিনি। ৩০ বলে খেলে যান ৫০ রানের ইনিংস। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন মুনরো।

চতুর্থ উইকেটে জুটি বাধেন ড্যারেন ব্র্যাভো এবং অধিনায়ক কাইরন পোলার্ড। এই জুটির সংগ্রহ ৯৮ রান। ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থেকে যান ব্র্যাভো। ৪টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। ১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।

শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান সংক্রহ করে ট্রিনবাগো নাইট রাইডার্স। ১টি করে উইকেট নেন জেসন হোল্ডার, অ্যাসলে নার্স এবং রেমন রেইফার।

জবাব দিতে নেমে বার্বাডোজ ওপেনার জনসন চার্লস আর সাই হোপ মিলে ঝড় তুলে দিয়েছিলেন। মনে হচ্ছিল এই ঝড়ে বুঝি উড়ে যাবে নাইট রাইডার্স। ৮ ওভারেই ৬৮ রানের জুটি গড়ে ফেলেন তারা দু’জন। এ সময় বার্বাডোজের ইনিংসে আঘাত হানেন ফাওয়াদ আহমেদ। ৩৩ রানে ৫২ রান করা চার্লসকে ফিরিয়ে দেন। ৪টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

এর একটু পরই আউট হয়ে যান সাই হোপ। ৩৮ বলে তিনি করেন ৩৬ রান। এই দু’জন আউট হতেই থেমে যায় বার্বাডোজের রানের গতি। শেষ দিকে জেসন হোল্ডার চেষ্টা করেছিলেন। ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেও কিন্তু পারলেন না তিনি পরাজয় ঠেকাতে। ২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। অ্যাসলে নার্স করেন ২১ রান।

ট্রিনবাগোর হয়ে ১টি করে উইকেট নেন আলি খান, খারি পিয়েরে, জাইডেন সিলস, সুনিল নারিন এবং ফাওয়াদ আহমেদ। নারিন ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। ফওয়াদ আহমেদ তিন ওভারে দেন মাত্র ১৪ রান।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।