অস্ত্রোপচারের পর দোয়া চাইলেন টাইগার লেগস্পিনার বিপ্লব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০২০

সাইনোসাইটিসের সমস্যাটা অনেক পুরনো। নাক বন্ধ হয়ে যাওয়ায় দুই মাস ধরে শ্বাসকষ্টও হচ্ছিল আমিনুল ইসলাম বিপ্লবের। এমন অস্বস্তি থেকে মুক্তি পেতে শেষতক নাকে পলিপাস সার্জারিটা (অস্ত্রোপচার) করিয়েই ফেললেন জাতীয় দলের এই তারকা লেগস্পিনার।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অস্ত্রোপচারের খবর জানিয়েছেন বিপ্লব। সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে গতকাল আমার পলিপাসের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমি ভালো আছি। দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চাই।’

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হয়েছে বিপ্লবের অস্ত্রোপচার। পলিপাসের সার্জারি খুব বড় কিছু নয়। জানা গেছে, দুই সপ্তাহের মধ্যেই ক্রিকেটে ফিরতে পারবেন এই লেগস্পিনার।

অল্প কদিনেই জাতীয় দলে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন বিপ্লব। দীর্ঘদিন লেগস্পিনারের জন্য যে হাহাকার ছিল, তা কিছুটা ঘুচিয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ।

অভিষেক হয়েছে মাত্র এক ফরমেটে। তবে বিপ্লব এখন পর্যন্ত বেশ সফল। ২০১৯ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইতিমধ্যেই নিয়েছেন ১০ উইকেট।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।