করোনার কাছে হেরেই গেলেন ভারতীয় তারকা ওপেনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৬ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই হাসপাতালের বিছানায় শুয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন তিনি। দাঁতে দাঁত চেপে যেমন ক্রিজে লড়তেন, অনেকটা সেভাবেই; কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। করোনার কাছে হেরেই গেলেন। আলিঙ্গন করে নিলেন মৃত্যুকে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান।

গত জুলাই মাসে যেদিন অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, সেদিনই জানা যায়, এই মহামারি ভাইরাসটি থাবা বসিয়েছে সাবেক ভারতীয় ওপেনার, মৃত্যুর আগে উত্তরপ্রদেশের মন্ত্রীত্বের দায়িত্ব পালন করা চেতন চৌহানের শরীরেও।

করোনা আক্রান্ত হওয়ার পর লখনৌয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয় চৌহানকে। কোভিড-১৯ থেকে মুক্তি পাওয়ার আগেই শুক্রবার কিডনি সমস্যায় ভুগতে শুরু করেন চৌহান। রক্তচাপও স্বাভাবিক ছিল না।

সে কারণেই সময় নষ্ট না করে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন। শনিবারও তার অবস্থা বেশ সংকটজনক ছিল। রোববার জীবনযুদ্ধে হার মানলেন ৭৩ বছরের এই তারকা ক্রিকেটার।

১৯৬৯ সালে অভিষেক হয় চেতন চৌহানের। এরপর ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ৭টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে দু’হাজারের উপর রান রয়েছে তার। এক সময় সুনিল গাভাস্কারের সঙ্গে জুটি বেঁধে ওপেন করেছেন। দু’জন তিন হাজারের উপর রান করেছেন জুটি বেঁধে। ১৯৮১ সালে অর্জুন সম্মাননাও পেয়েছিলেন তিনি।

ক্রিকেটের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে পা রেখেও সফল হয়েছিলেন চেতন চৌহান। দু’বার লোকসভা প্রার্থী হিসেবে জেতেন উত্তরপ্রেদেশের আমরোহা থেকে। বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর ভূমিকাতেও দেখা যায় চৌহানকে। এমন ক্রিকেট এবং রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোকের ছায়া ভারতের ক্রিকেট মহলে। তার জীবনাবশনে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক জগতের নেতা-কর্মীরাও।

আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।