করোনাকালের আইপিএলে গিটার বাজাও, তাস খেলো : ব্রেট লি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১০ আগস্ট ২০২০

আইপিএল মানে শুধু যে মাঠের ক্রিকেট, এমনটা আসলে নয়। অংশগ্রহণকারী দলগুলোর যেদিন খেলা না থাকে, সেদিন দলবেঁধে নানান জায়গায় ঘুরতে যাওয়া, একসঙ্গে মজার কোনো খেলার আয়োজন করা কিংবা মিনি পিকনিকের মতো করা প্রায় নিয়মিত চিত্রই আইপিএলের জন্য। দুই মাসের এ টুর্নামেন্টে খেলার বাইরেও থাকে অনেক কিছু,

এবার করোনাভাইরাসের কারণে পুরোপুরি বদলে যাবে আইপিএলের স্বাভাবিক চিত্র। ভারতের বদলে আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রতি বছরের ন্যায় হোম-অ্যাওয়ে নয়, এবার আমিরাতের তিন স্টেডিয়ামে হবে পুরো টুর্নামেন্টের ৬১টি খেলা। ম্যাচডে ছাড়া বাকি সময়টা ঘোরাঘুরি বাদ দিয়ে বায়ো-সিকিউর বাবলেই থাকতে হবে খেলোয়াড়দের।

এতে করে খেলোয়াড়দের মধ্যে চলে আসতে পারে একঘেয়েমিতা। শুধু টিম হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে টিম হোটেল- এমন রুটিনে ত্যক্ত-বিরক্ত হয়ে ওঠাও স্বাভাবিক। তাদের এমন অবস্থা থেকে খানিক স্বস্তি দিতে অভিনব উপায় বাতলে দিলেন অস্ট্রেলিয়ার গতিতারকা ব্রেট লি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে খেলা ব্রেট লির মতে, স্বাস্থ্য নিরাপত্তা যেমন মানতে হবে সবার, তেমনি ব্যবস্থা রাখতে হবে চিত্তবিনোদনের। আর এ কারণে খেলোয়াড়দের গিটার বাজানো শেখার পরামর্শ দিচ্ছেন ব্রেট লি অথবা একসঙ্গে বসে তাস খেললেও সময়টা ভালো যাবে মনে করেন তিনি।

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শো’তে ব্রেট লি বলেছেন, ‘প্রথমত অবশ্যই আমাদের স্বাস্থ্যের কথা ভাবতে হবে। সবার মধ্যে দূরত্ব নিশ্চিত করতে হবে এবং কোভিড নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে। খেলোয়াড়রা হয়তো বাইরে যেতে চাইবে, আমি বলবো এটা ভুল হবে।’

তিনি আরও যোগ করেন, ‘নিয়মগুলো মানতে হবে তাদের দল এবং সমর্থকদের জন্যই। কেননা আইপিএল না হলে এটাকে একটা বিপর্যয়ই বলা চলে। সারাবিশ্বের মানুষ ক্রিকেট দেখতে চায়, তারা খেলা মিস করছে। আমি বিশ্বাস করি খেলোয়াড়রা ভুল কিছু করবে না এবং নিয়মনীতি মেনে চলবে।’

‘দেখুন এটা ৮-৯ সপ্তাহের একটা টুর্নামেন্ট। খেলোয়াড়রা সত্যিই অনেক বেশি আয় করছে এখান থেকে। বিশ্বের সামনে দারুণ এক টুর্নামেন্ট রাখছে তারা। তাই সময়টা কাজে লাগাক এবং গিটার বাজানো শিখুক। আমি হোটেল রুমে গিটার বাজাতে পছন্দ করি। আমার বাইরে গিয়ে গলফ খেলতে হয় না। গিটার বের করো, তাস খেলো, মজা হবে।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।