আজ ৫ স্টেডিয়ামে অনুশীলন করলেন ১৭ ক্রিকেটার
ঈদের ছুটির পর আবার সরব দেশের ৫ ক্রিকেট ভেন্যু। মুশফিকুর রহীম, ইমরুল কায়েসদের সাথে ব্যক্তিগত অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ আর মুমিনুল হকরাও। আজ (শনিবার) সকাল থেকেই ক্রিকেটারদের কলতানে মুখর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
ব্যক্তিগত অনুশীলনে আজ প্রথম যোগ দিয়ে রানিং ও ব্যাটিং প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট দলপতি মুমিনুল হক। তাদের সাথে ঈদের পরে প্রথম প্র্যাকটিস সেশনে দেখা মিলেছে 'মিস্টার ডিপেন্ডেবল' মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানার।
একইভাবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও আরেক স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানও আজ আবার শুরু করেছেন অনুশীলন। মিরাজ মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ‘আজ রানিং করেছি। আশা করছি কাল থেকে বোলিং শুরু করবো।’
অন্যদিকে সিলেট স্টেডিয়ামে পেসার খালেদ আহমেদ আর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সাথে যোগ দিয়েছেন দুই পেসার আবু জায়েদ রাহি ও ইবাদাত হোসেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অফস্পিনার নাঈম হাসানের সঙ্গী হয়েছেন চট্টলার অপর দুই উঠতি তরুণ- ইয়াসির রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহীতে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর সাথে যোগ দিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম নয়নও।
আগামীকালও (রোববার) ক্রিকেটারদের অনুশীলন অব্যাহত থাকবে। এদিন শেরে বাংলায় যুক্ত হবেন আরও তিন ব্যাটসম্যান-সৌম্য সরকার, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়। সাথে পেসার আল আমিন হোসেন আর লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব প্রথম অনুশীলন করবেন।
এআরবি/এমএমআর/এমকেএইচ