‘ধোনি একজনই, তার মতো আর কেউ হতে পারবে না’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০২ আগস্ট ২০২০

ভারতীয় ক্রিকেট দলের হয়ে সম্ভাব্য সকল সাফল্য পেয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান, ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ- অধিনায়ক হিসেবে সব শিরোপাই জিতেছেন ধোনি। তার অধিনায়কত্বের গুণমুগ্ধ প্রায় সবাই।

যে তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার ও বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মাও। হিটম্যানখ্যাত এ ওপেনারের মতে, ধোনি একজনই, তার মতো আর কেউ কখনও হতে পারবে না। এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন রোহিত।

সতীর্থ সুরেশ রায়নার করা একটি মন্তব্যের জের ধরে ধোনির ব্যাপারে জিজ্ঞেস করা হয় রোহিতকে। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ! আমিও শুনেছি রায়নার মন্তব্য। তবে মহেন্দ্র সিং ধোনি একজনই। তার মতো কেউ হতে পারবে না। তবে আমি তুলনা পছন্দ করি না। সবাই যার যার মতো। সবার নিজ নিজ শক্তিমত্তা ও দুর্বলতা রয়েছে।’

এসময় আরও অনেক প্রশ্নের ভিড়ে রোহিত জানান তার জীবনের একটি দারুণ ঘটনা। ক্রিকেট খেলে তার প্রথম উপার্জন কোন চেক নয়, ছিলো নগদ অর্থ। তবে সেটি খরচ করে ফেলতে একদমই সময় লাগেনি হিটম্যানের।

রোহিত বলেন, ‘আমার প্রথম পে-চেক আসলে কোনো পে-চেক ছিল না। এটা ছিল নগদ অর্থ। সোসাইটির কাছেই একটি ক্রিকেট ম্যাচ খেলে পেয়েছিলা সেই অর্থ। পরিমাণ ছিল ৫০ রুপি। বন্ধুদের নিয়ে রাস্তার পাশে ভাড়া পাও (একধরনের বনরুটি বিশেষ খাবার) খেয়ে সেই টাকা খরচ করেছিলাম।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।