আগের চেয়ে অনেকটাই সুস্থ পাপন, ফিরবেন কবে?
প্রোস্টেটে সফল অপারেশন শেষে গত ১০ জুলাই লন্ডনের গাই হাই হাসপাতাল থেকে অ্যাপার্টমেন্টে ফিরে যান নাজমুল হাসান পাপন। তার সাথে লন্ডনে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের উদ্ধৃতি আরেক বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুস ঠিক ঐ দিন জাগো নিউজকে জানিয়েছিলেন, আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ধরে নেয়া হয়েছিল, অঘোষিতভাবে চিকিৎসকের পর্যবেক্ষণেই আছেন পাপন। ভাবা হচ্ছিল, ঐ সময়টুকু পার করে হয়তো ঈদের আগে বিসিবি সভাপতি দেশে ফিরে আসবেন। গতকাল (শুক্রবার) সেই ১৪ দিনও পার হয়ে গেছে। এখন কেমন আছেন নাজমুল হাসান পাপন? তিনি কি ঈদ দেশে করবেন?
আজ (শনিবার) সন্ধ্যায় জাগো নিউজের ফোনে জালাল ইউনুস জানালেন, ‘এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ বিসিবি সভাপতি। তবে তিনি এখন মানে ঈদের আগে আর আসবেন না। ঈদ লন্ডনে করে তারপর ফিরবেন দেশে।’
জালাল আরও জানান, বিসিবি বিগ বসের চিকিৎসার সময়ে সঙ্গ দেয়ার জন্য জন্য ঢাকা থেকে যাওয়া বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকও কদিন আগেই দেশে ফিরে এসেছেন। এখন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে লন্ডনে তার স্ত্রী আর মেয়ে আছেন।
এআরবি/এমএমআর/জেআইএম