যে অস্ত্র দিয়ে ইংল্যান্ডকে ঘায়েল করতে চান ইয়াসির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ জুলাই ২০২০

করোনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে মাঠে। অ্যাগিয়াস বোলে চলছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ঘরের মাঠেই পাকিস্তানকে আতিথ্য দেবে ইংল্যান্ড। আগস্ট থেকে শুরু সেই সিরিজ।

ইংল্যান্ডের মাঠে পেসাররা বাড়তি সহায়তা পাবেন, সেটা তো সবারই জানা। তবে পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহ এবার বাড়তি প্রেরণা পাচ্ছেন একটি কারণে। ইংল্যান্ডে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস উইকেট শুষ্ক থাকে। ফলে স্পিনাররা এই সময়টায় উইকেট থেকে সাহায্য পান।

আইসিসির সঙ্গে কথোপকথনে ইয়াসির শাহ বলেন, ‘কাউন্টি দলগুলো সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস স্পিনারদের সঙ্গে চুক্তি করে। কেননা শুষ্ক উইকেটে স্পিনাররা সাহায্য পায়।’

৩৪ বছর বয়সী এই স্পিনার সেই সুযোগটা নিতে চান। একটি অস্ত্র তিনি আলাদা করেই রেখেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য। সেটি হলো ‘গুগলি’। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে বোলিং বৈচিত্র্য নিয়ে অনেক কাজ করেছেন, জানালেন ইয়াসির।

পাকিস্তানের বর্ষীয়ান এই লেগস্পিনার বলেন, ‘আমার গুগলি এখন খুব ভালো হচ্ছে। দুই দিনের ম্যাচে (প্রস্তুতি) যতগুলো গুগলি করেছি, সব ঠিক জায়গায় পড়েছে এবং স্পিন করেছে। আমার মনে হয়, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হবে।’

বোলিংয়ের সঙ্গে লেট অর্ডারে ভালো ব্যাটিংও করেন ইয়াসির। গত বছরই অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। দলের প্রয়োজনে ব্যাটিংটার দিকেও নজর দিচ্ছেন তিনি।

ইয়াসির বলেন, ‘আমি নেটে আমার ব্যাটিং নিয়ে কাজ করেছি। যখন দলের প্রয়োজন হবে, কাজে লাগাতে হবে। তাই আমার একটা টার্গেট আছে, সেটা হলো ইংল্যান্ডেও সেঞ্চুরি করা। যদি অ্যাডিলেডের মাঠে করতে পারে, এখানেও পারব।’

পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে ম্যানচেস্টারে। সিরিজের বাকি দুই টেস্ট সাউদাম্পটনে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।