বিশ্ব ক্রিকেটের স্বার্থে অসি কোচের চাওয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ০৯ জুলাই ২০২০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসেই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে গেছে অনির্দিষ্টকালীন সময়ের জন্য। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড খুব করে চাইছে সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজন করতে।

এক্ষেত্রে আবার বাধা হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ডের ঠাসা সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পরই তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর আবার পাকিস্তানের বিপক্ষে রয়েছে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি যা শেষ হবে ঠিক ১ সেপ্টেম্বর তারিখে।

টানা তিন সিরিজ খেলার পর আবার সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে আগ্রহী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক্ষেত্রে শুধু প্রয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেত। যা এখনও রয়েছে অনিশ্চয়তার দোলাচালে। তবে দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, তাদের ইংল্যান্ড সফরে যাওয়া উচিৎ।

যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক দ্য টেলিগ্রাফকে ল্যাঙ্গার জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের স্বার্থের কথা ভেবেই তিনি মনে করেন, সফরটি আলোর মুখ দেখা উচিৎ। এ বিষয়ে যেন শেষ বিন্দু পর্যন্ত চেষ্টাটা করা হয়।

অসি কোচ বলেছেন, ‘আমি মনে করি, আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিৎ। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে সত্যি। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন সম্ভব হলে এ সফরটি আলোর মুখ দেখে। এটা আমার নিজের ভাবনা। আমি বিশ্বের ক্রিকেটের স্বার্থের কথাই ভাবছি।’

তিনি আরও যোগ করেন, ‘যদি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমরা সফরটি করতে না পারি, তখন অন্তত আমরা বলতে পারব যে নিজেদের সবকিছু দিয়েই চেষ্টা করেছিলাম আমরা। আবারও বলছি, আমি মনে করি আমাদের যাওয়া উচিৎ। পরিস্থিতির ওপর নজর রেখে সূচির বিষয়ে যেকোন সিদ্ধান্ত নেয়া যাবে।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।