নিজের দাবি থেকে সরেনি শ্রীলঙ্কার সেই মন্ত্রী, দেবেন প্রমাণও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৫ জুলাই ২০২০

২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং বিতর্ক তুলে দেয়ার পর নিজের দাবি থেকে মোটেও সরে আসতে রাজি নন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। কয়েকদিন আগেই তিনি অভিযোগ তোলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা এবং উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদের পরই হঠাৎ করে প্রমাণ নেই বলে তদন্ত সমাপ্ত ঘোষণা করে তারা। এর অর্থ শ্রীলঙ্কার গোয়েন্দারা জানিয়ে দিলেন, বিশ্বকাপের ফাইনালে ফিক্সিং হয়নি।

এরপরই আইসিসি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ২০১১ বিশ্বকাপ ফাইনালের বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ক্রীড়ামন্ত্রী নিজের অভিযোগ থেকে মোটেও সরে আসতে চাচ্ছে না।

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ তদন্ত বন্ধ করে দিলেও ম্যাচ গড়াপেটার অভিযোগে ফের সরব শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অলুথগামাগে। শনিবার তিনি জানিয়েছেন, গড়াপেটা প্রমাণ করার জন্য আইসিসি’র হাতে উপযুক্ত তথ্য তুলে দিতে তিনি প্রস্তুত।

আলুথগামাগে বলেন, ‘আমি বুঝতে পারছি না, কিসের ওপর ভিত্তি করে গোয়েন্দা সংস্থা তাদের তদন্ত কার্যক্রম সমাপ্ত করে দিলো। আমি আইসিসির কাছে আবেদন জানাবো তারা যেন তদন্ত কাজটা এগিয়ে নেয়। আমার কাছে যে সব প্রমাণাদি রয়েছে, সে সব আইসিসিকে দেবো।’

শুক্রবারই শ্রীলঙ্কার পুলিশ ঘোষণা করে, উপযুক্ত তথ্যের অভাবে তদন্ত বন্ধ করা হল। সাবেক প্রধান নির্বাচক অরবিন্দ ডি’সিলভা, সাবেক অধিনায়ক কুমার সঙ্গকারা, মাহেলা জয়বর্ধনে ও উপুল থরাঙ্গাকে জেরা করার পরে প্রশাসনের কাছে উপযুক্ত কোনও তথ্য আসেনি, যার ভিত্তিতে ফিক্সিং প্রমাণ করা যায়।

আইসিসি’র দুর্নীতি-দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শালও জানিয়ে দিয়েছেন, তারা এমন কোনও ইঙ্গিত পাননি যার ভিত্তিতে এ বিষয়ে তদন্ত করা যায়; কিন্তু শনিবার সাবেক ক্রীড়ামন্ত্রী ফের দাবি করেছেন, ‘শ্রীলঙ্কার পুলিশ একেবারেই সক্রিয় ভূমিকা নেয়নি।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।