হোম আইসোলেশনে করোনা আক্রান্ত নাফিস ইকবাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২০ জুন ২০২০

ছোট ভাই তামিম ইকবাল ঢাকা থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের সাহায্যে অর্থায়নের ব্যবস্থা করেছিলেন। তা নিজে উপস্থিত থেকে বন্দর নগরীর ক্রিকেট কোচদের মাঝে বণ্টনের কাজ তদারক করেছেন বড় ভাই নাফিস ইকবাল।

এছাড়া ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশেই আছেন চট্টগামের কাজীর দেউরির প্রসিদ্ধ খান পরিবারের বর্তমান প্রজন্মের জ্যেষ্ঠ সন্তান নাফিস ইকবাল। করোনা ক্ষতিগ্রস্তদের সেবা কার্যক্রমে জড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাফিস ইকবাল।

তাদের পরিবারের খুব কাছের এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করে। জানা গেছে, দিন চারেক আগে প্রথমে জ্বর হয়েছিল নাফিস ইকবালের। পরে করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ এসেছে।

সূত্র নিশ্চিত করেছে, শারীরিকভাবে তেমন বড় কোন সমস্যা অনুভূত হচ্ছে না নাফিসের। চট্টগ্রাম শহরে নিজের বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে সুস্থ হওয়ার পথেই দেশের সাবেক এ ওপেনার।

এদিকে আজ (শনিবার) দুপুরে নাফিস ইকবাল নিজেও জাগো নিউজকে নিশ্চিত করেছেন, তিনি শারীরিকভাবে সুস্থ এবং এখন পর্যন্ত তেমন কোন সমস্যা হয়নি তার।

এআরবি/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।