সবার দোয়া-ভালোবাসায় আপ্লুত আফ্রিদি
গত শনিবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির কোভিড-১৯ পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবরটি জানিয়েছেন আফ্রিদি নিজেই। এ খবরটি রীতিমতো একটি ধাক্কা হয়েই আসে ক্রিকেট বিশ্বের জন্য।
তবে শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন আফ্রিদি। করোনায় আক্রান্ত হওয়ার খবর বের হওয়ার পর থেকে ভক্ত-সমর্থক থেকে শুরু করে সতীর্থ, প্রতিপক্ষ- সবাই শুভকামনা জানাচ্ছেন আফ্রিদিকে। যা আপ্লুত করেছে পাকিস্তানি অলরাউন্ডারকে। আর তাই সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘যারা আমার জন্য দোয়া করছেন এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সব মেসেজ পাঠাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এই বার্তা। আপনাদের সবাইকে ধন্যবাদ। দয়া করে নিরাপদ থাকুন এবং এ কঠিন সময়ে অসহায়দের সাহায্য করুন। সবার জন্য ভালোবাসা।’
A quick message to thank everybody who’s been praying for my recovery and for the heartfelt messages I’ve been receiving; thank you so much. Please stay safe & continue to look out for those who need help during these testing times. Lots of love for you all
— Shahid Afridi (@SAfridiOfficial) June 14, 2020
এদিকে আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত হলেও থেমে নেই তার শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের কার্যক্রম। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই যেমন তৎপর ভূমিকা পালন করে আসছে আফ্রিদি ফাউন্ডেশন, এখনও চলমান রয়েছে তা।
এ কথাও নিজের টুইটারে জানিয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘আমাদের শহিদ আফ্রিদি ফাউন্ডেশন টিমের সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেখে সত্যিই গর্ব হচ্ছে। এখানে সিন্ধের সিরাখপুরে করোনা ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়া হচ্ছে। যাতে করে সবার মাঝে আশার আলো বেঁচে থাকে।’
Proud to see our @SAFoundationN team tirelessly continuing their efforts in the scorching heat for #DonateKaroNa Ration Drive assisted by @IDRFcanada at Shikaripur, Sindh.
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
Ensuring #HopeNotOut for all during #Covid19
پاکستان بھر تک, آپ کے گھر تکhttps://t.co/tw5QOQY9oT pic.twitter.com/hcW1Z4OP5T
এসএএস/জেআইএম