খুলনা জেলা ক্রিকেট অধিনায়কের আকস্মিক মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৮ মে ২০২০

৩২ বছর বয়সেই ওপারের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন খুলনা জেলা ক্রিকেট অধিনায়ক রিয়াজুল ইসলাম কাজল। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর খুলনা হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন এই ক্রিকেটার।

ক্রিকেট খেলার পাশাপাশি বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির কোচও ছিলেন কাজল। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসচিব শেখ হেমায়েতউল্লাহ। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই মারা গেছেন এই ক্রিকেটার।

কাজলের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বুধবার শ্বশুরবাড়ি যশোরে ছিলেন এই ক্রিকেটার। রাতের খাবার খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি।

সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় এই ক্রিকেটারকে। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা হাসপাতালে আনা হয়। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুকে ব্যথার সঙ্গে কাজলের শ্বাসকষ্টের সমস্যাও ছিল বলে জানা গেছে। তবে করোনাভাইরাসের লক্ষণ ছিল না। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।