আশরাফুলের জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০ এএম, ২৮ মে ২০২০

একসময়কার খুব ভালো বন্ধু তারা দুজন। জাতীয় দলে তাদের শুরুটা কাছাকাছি সময়ে, পরে আন্তর্জাতিক অঙ্গনে দাপিয়েছেন একসঙ্গে। মাশরাফি বিন মর্তুজার কলার উঁচানো বোলিং আর মোহাম্মদ আশরাফুলের নান্দনিক ব্যাটিং অনেকদিন ছিল বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন।

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধুত্বের বাঁধন খানিক আলগা হয়েছে, এখন আর হয়তো ওভাবে একসঙ্গে থাকাও হয় না। তবে দুজনের মধ্যকার সম্পর্কের অবনতি হয়নি তেমন। এখনও মাঠ কিংবা মাঠের বাইরে একইরকম আশরাফুল-মাশরাফির সম্পর্ক।

দীর্ঘদিন আশরাফুলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই মাশরাফির মূল্যায়ন, ক্রিকেটার না হলে একজন ভালো মানুষই হতেন আশরাফুল। তাকে কোনভাবেই ক্রিকেটার ব্যতীত অন্যকিছু ভাবতে পারেন না মাশরাফি।

বুধবার রাতে এক ইউটিউব লাইভে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্রিকেটার না হলে কী হতেন আশরাফুল? উত্তরে মাশরাফি বলেন, ‘আশরাফুল আমার কাছে মনে হয়, ওর জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য। যদি ক্রিকেটার না হতো, ভালো মানুষ হতো। ও ভালো মানুষ। ক্রিকেটার ছাড়া অন্য কোনভাবে আশরাফুলকে দেখি না।’

এসময় জাতীয় দলের আরও কয়েকজনের ব্যাপারেও একই প্রশ্ন করা হয় মাশরাফির কাছে। উত্তরে তিনি বলেন, ‘সাকিব ঘরের রাগী কর্তা, লিটন ঘরের সবচেয়ে চুপচাপ ছেলে এবং তাসকিন নায়ক হতে পারতো।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।