ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান তামিম!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৫ মে ২০২০

টানা তিন সপ্তাহ নিজের ফেসবুক পেজে দেশ-বিদেশের ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছেন তামিম ইকবাল। তার এই লাইভ আড্ডার আয়োজনের শেষ পর্ব ছিল শনিবার। নিজের ফেসবুক পেজের আড্ডা শেষ করলেও, লাইভ থেকে সরে যাননি তামিম।

রোববার রাতে তিনি হাজির হয়েছেন দেশের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব চ্যানেল নট আউট নোমানে। যেখানে প্রায় ঘণ্টাদেড়েকের আলোচনায় নানান প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক।

তাদের এ আড্ডার একদম শেষে ছিল ২৫টি র‍্যাপিড ফায়ার প্রশ্ন। যার উত্তর এক নিমিষেই দিতে হয়েছে তামিমকে। সেসব প্রশ্নের একটির উত্তরেই তামিম জানিয়েছেন, তিনি খেলা ছাড়ার পর হতে চান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।

জাগোনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো তামিমের র‍্যাপিড ফায়ারের ২৫টি প্রশ্নোত্তর‍:

প্রশ্ন: খেলার বাইরের জগতের একজনকে লাইভ আড্ডায় আনতে পারলে, কাকে চাইবেন?
তামিম: ক্রিশ্চিয়ানো রোনালদো অথবা সালমান খান (বলিউড)

প্রশ্ন: বাংলাদেশ দলের সবচেয়ে মজার ক্রিকেটার কে?
তামিম: রুবেল হোসেন

প্রশ্ন: হেয়ারস্টাইল নিয়ে সবচেয়ে বেশি ভাবে কে?
তামিম: তাসকিন আহমেদ

প্রশ্ন: কোনটি বেশি পুরুষত্বের পরিচায়ক? জহির খানকে এগিয়ে ছক্কা (২০০৭ বিশ্বকাপ) নাকি টানা চার ফিফটিতে 'ফোর ফিঙ্গার শো' (২০১২ এশিয়া কাপ)?
তামিম: জহির খানকে এগিয়ে ছক্কা মারা।

প্রশ্ন: বল আকাশে তুলে দিয়েছেন, ক্যাচ হতে পারে, তখন কী করেন?
তামিম: আশা করি যেন ফিল্ডার ছেড়ে দেয়।

প্রশ্ন: কোন ইনিংসটি সবচেয়ে তৃপ্তিদায়ক
তামিম: ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে ১২৫ রান (মিরপুর)।

প্রশ্ন: আপনার রান ৯৯, সঙ্গীর ভুলে রানআউট হয়ে গেলেন। কী করবেন তখন?
তামিম: (হাসতে হাসতে) মেরে-টেরে ফেলতে পারি। তবে আমার রাগ ১০ মিনিটের বেশি থাকে না। দশ মিনিট পর সব স্বাভাবিক।

প্রশ্ন: লিওনেল মেসি কোন কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে ভালো খেলোয়াড়?
তামিম: কোন কারণেই না। রোনালদো সবদিক থেকে ভালো।

প্রশ্ন: জীবনের কোন ইচ্ছাটি এখনও পূরণ হয়নি?
তামিম: একটা আইসিসি ট্রফি জিততে চাই। ক্রিকেটের বাইরে তেমন নেই।

প্রশ্ন: ভাবি অনুমতি দিলে, কোন নায়িকাকে নিয়ে ডিনারে যেতে চাইবেন?
তামিম: দীপিকা পাডুকোন (বলিউড)

প্রশ্ন: নাজমুল ইসলাম অপুর পর সবচেয়ে ভালো নাগিন ড্যান্স কে দেয়?
তামিম: নাজমুল অপুর আগেও মুশফিক (হাসি)। যেই কোমড় দুলানি দেয়, অপুও পারে না অমন।

প্রশ্ন: জাতীয় দলে সবচেয়ে কৃপণ কে? টাকা-পয়সা কম খরচ করে?
তামিম: রুবেল হোসেন। সৌম্য সরকারও আছে।

প্রশ্ন: বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান নাকি সর্বকালের সেরা অধিনায়ক- কোনটি বেছে নেবেন?
তামিম: সহজ উত্তর! সেরা অধিনায়ক অবশ্যই।

প্রশ্ন: কোনটি বেশি মধুর? দশ বছরের প্রেম নাকি সাত বছরের দাম্পত্য জীবন?
তামিম: দশ বছরের প্রেমটা খুব রোমাঞ্চকর ছিল।

প্রশ্ন: গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি পরেছিলেন লাল পাঞ্জাবি। ভাবীর গায়ের শাড়ির রঙ কী ছিল?
তামিম: সবুজ এবং হলুদ। (পাশ থেকে ছবি দেখে) সবুজ, লাল এবং হলুদ।

প্রশ্ন: দুইটি বিশ্ব একাদশ। এক দলের অধিনায়ক ব্রায়ান লারা, এক দলের অধিনায়ক শচিন টেন্ডুলকার। দুজনই ইনিংস সূচনা করবেন। আপনি কার দলে খেলতে চাইবেন?
তামিম: শচিন টেন্ডুলকার।

প্রশ্ন: বাংলাদেশ দলে সবচেয়ে বেশি ঝগড়া হয় কার সঙ্গে?
তামিম: মুশফিকের সঙ্গে অনেক ঝগড়া হয়।

প্রশ্ন: পাঁচজন ক্রিকেটার যদি ক্রিকেটার না হতেন, তাহলে কী হতে পারতেন?
তামিম: মুশফিক- প্রফেসন, সাকিব- ব্যবসায়ী, সৌম্য- সরকারি চাকুরিজীবী, মোস্তাফিজ- ফার্মজাতীয় কিছু, রুবেল- রাজনীতিবিদ।

প্রশ্ন: তিনটি নৌকায় মাশরাফি ও মাহমুদউল্লাহ; লিটন-সৌম্য; তাইজুল-লিটন; কোন তিনজনকে বাঁচাবেন?
তামিম: মাশরাফি ভাই, সৌম্য, তাইজুল।

প্রশ্ন: খেলা শেষে কী হতে চান? কোচ, ধারাভাষ্যকার নাকি ক্রিকেট বোর্ডের পরিচালক?
তামিম: ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন।

প্রশ্ন: ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে?
তামিম: একদমই না।

প্রশ্ন: টম এন্ড জেরি নাকি মিস্টার বিন?
তামিম: টম এন্ড জেরি

প্রশ্ন: ক্যারিয়ারে কার বল খেলতে ভয় করেছে?
তামিম: শোয়েব আখতার

প্রশ্ন: কাকে দেখলেই ছক্কা মারতে ইচ্ছা করে?
তামিম: উমেশ যাদব

প্রশ্ন: কুকুর আপনার প্রিয় জিনিস। লিটন যদি কুকুর উপহার দিতে চায়, কতটা খুশি হবেন?
তামিম: এটা একটু জটিল। কুকুর আমার অনেক প্রিয়। তবে ভয়ও পাই অনেক। এমন যদি হয়, আমি সেটা নিয়ে রেখে দিতে পারব কোথাও, তাহলে অনেক খুশি হবো।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।