‘বিশ্বকাপ বাতিল করলে আইপিএল হতে পারে’
এর আগে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম অনুরোধ জানিয়েছিলেন, বিশ্বকাপ বাতিল করে আইপিএল আয়োজন করা হোক। এবারের আইপএলে তাকে কলকাতা নাইটরাইডার্সের কোচ নিয়োগ দেয়া হয়েছিল।
এবার ম্যাককালামের মত এবার বিশ্বকাপ বন্ধ রেখে আইপিএল আয়োজন সম্ভব বলে মত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। যদিও তিনি সরাসরি বলেননি যে, আইপিএলের জন্য বিশ্বকাপ বাতিল করে দিতে। তিনি বলেছেন, বিশ্বকাপ বাতিল হলেই কেবল আইপিএল আয়োজন সম্ভব।
বিসিসিআই এপেক্স কাউন্সিলের এই সদস্য সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার ব্যাপারে আমার সংশয় রয়েছে। আর আইপিএলের কথাও এখন ভাবতে পারছি না। ভারতের পরিস্থিতি কী, সেটা এখন দেখতে হবে। যা অবস্থা তাতে একমাত্র অক্টোবর-নভেম্বরেই আইপিএল হতে পারে। যে সময় আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। যদি বিশ্বকাপ বাতিল হয়ে যায় বা পিছিয়ে যায়, তবেই কিন্তু আইপিএল হতে পারে। তবে দেখতে হবে সেই সময় ভারতের পরিস্থিতি কেমন থাকছে।’
ভারতীয় দলের সাবেক কোচের মতে, ‘ক্রিকেট মোটেই আর আগের মতো থাকবে না। স্টেডিয়ামে কোনো দর্শক থাকবে না। ক্রিকেটাররা কিন্তু খালি স্টেডিয়ামে খেলতে অভ্যস্ত নয়। নতুনভাবে ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা বড় সমস্যা।’
কখন ক্রিকেট শুরু করা সম্ভব? গায়কোয়াড় বলেছেন, ‘দুই থেকে চার মাস লাগবে ক্রিকেট শুরু করতে। এটা কোনও তত্ত্ব নয় যে পড়লাম আর লিখে ফেললাম। মাঠে নেমে পারফর্ম করতে হবে যা মোটেই ক্রিকেটারদের পক্ষে সহজ নয়।’
আইএইচএস/