মাশরাফির ব্রেসলেট কিনতে চায় গ্রামীণফোন ও আরও দুই ব্যাংক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ মে ২০২০

ভিত্তিমূল্য বেশি চাওয়ায় মোহাম্মদ আশরাফুলের ব্যাটের নিলাম আয়োজনের ইচ্ছে বাদ দিলেও ‘অকশন ‌ফর অ্যাকশন’ এখন ব্যস্ত মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের সাথী হাতের ব্রেসলেটটির নিলাম নিয়ে।

জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি নানাভাবে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করছেন। নিজ এলাকা নড়াইলে দুজন পুরোদস্তুর চিকিৎসকসহ ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স দেয়া ছাড়াও নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে আবার নিজের ব্রেসলেটও নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘অকশন ফর অ্যাকশনে’র মাধ্যমেই আগামী ১৭ মে নিলামে উঠবে মাশরাফির পছন্দের ব্রেসলেটটি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে ‘অকশন ফর অ্যাকশনে’র অন্যতম কর্তা আরিফ হোসেন বলেন, ‘আমরা মাশরাফির ব্রেসলেটের নিলাম নিয়ে খুব উৎসাহী। ব্যাপক সাড়া পেয়েছি। ১৭ মে নিলাম শুরুর আগেই আমরা গ্রামীণফোনের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। গ্রামীণফোনের সঙ্গে দুটি বেসরকারি ব্যাংকও উৎসাহ দেখিয়েছে।’

যেহেতু মাশরাফির ব্রেসলেট নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তাই এটি বেশ ভালো দামে বিক্রি হবে বলেই আশা করছে ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃপক্ষ।

এআরবি/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।