লাইভে এসে গান গেয়ে অবাক করে দিলেন সৌম্যপত্নী প্রিয়ন্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৪ মে ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নিজেদের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেরা আর্থিক অনুদান কিংবা ত্রাণ দিয়ে সাহায্য করার পাশাপাশি, নিলামে তুলছেন খেলার স্মৃতিস্মারক।

যেগুলো থেকে অর্জিত অর্থের পুরোটাই তারা খরচ করছেন অসহায়-দুস্থদের সাহায্যের জন্য। সবশেষ নিলামে অংশ নিয়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। রোববার রাতে সৌম্যর প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাট এবং তাসকিনের হ্যাটট্রিক করা বলটি নিলামে তোলা হয়েছিল।

এ দুটিই কিনে নিয়েছে দেশের একটি বেসরকারি ব্যাংক। সৌম্যর ব্যাটের দাম উঠেছে সাড়ে ৪ লাখ টাকা, তাসকিনের বল বিক্রি হয়েছে ৪ লাখ টাকায়। আজ এ অর্থ পরিশোধ করা হলেই জানা যাবে সে ব্যাংকের নাম।

এদিকে এ নিলাম চলাকালীন নিজেদের ভক্ত-সমর্থকদের আগ্রহ বাড়ানোর জন্য প্রায় সোয়া এক ঘণ্টার মতো ফেসবুক লাইভে ছিলেন তাসকিন ও সৌম্য। যেখানে যোগ দেন তাসকিনের বাবা আব্দুর রশিদ এবং সৌম্যর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা।

লাইভে যোগ দিয়ে তাসকিনের বাবা শোনান নিজের ছেলের ছোটবেলার এক গল্প। যেদিন তিনি আদরের ছেলেকে পেটাতে পেটাতে মাঠ নিয়ে ফেরত নিয়েছিলেন বাসায়, ভেঙে ফেলেছিলেন ক্রিকেট ব্যাট। তবে এরপর থেকে আর কখনও তেমন বাধা পাননি তাসকিন।

এদিকে তাসকিনের বাবার বেশ কিছু সময় লাইভে যোগ দেন সৌম্যপত্নী পূজা। এক বাড়িতে থাকলেও, সৌম্যর সঙ্গে না এসে, অন্য রুম থেকে লাইভে যোগ দেন পূজা। ফলে অবাক হয়ে যান সৌম্য নিজেও। পূজাও জানান, সারপ্রাইজ দিতেই তিনি এ কাজ করলেন।

পরে সুমধুর কণ্ঠে ‘সোনারও পালঙ্কের ঘরে’ গানের কয়েক লাইন গেয়ে শোনান পূজা। একইসঙ্গে সৌম্যর কাছ থেকে নেন দুটি প্রতিশ্রুতিও। প্রথমটি ছিল, খেলা শুরু হলেও পরিবারকে যেন বেশি বেশি সময় দেন এবং খুব শিগগিরই গিটার বাজান শিখে নেন সৌম্য। দুটিতেই নিমরাজি হয়েছেন বাঁহাতি এ ড্যাশিং ব্যাটসম্যান।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।