সৌম্যর ব্যাট সাড়ে চার, তাসকিনের বল বিক্রি হলো চার লাখে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪৩ এএম, ০৪ মে ২০২০

করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাকিব, মুশফিক আশরাফুলের মত নিজেদের সেরা দুটি স্বারক নিলামে তোলার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অন্যতম দুই সেরা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ।

সৌম্য সরকার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর টেস্টে যে ব্যাট দিয়ে নিজের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন, সেই ব্যাটটি নিলামে তুলবেন। ওটি ছিল টেস্টে আবার বাংলাশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৫৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি।

এছাড়া ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত হ্যাটট্রিক করা বলটি নিলামে তোলার ঘোষণা দেন তাসকিন আহমেদ। তারপর এখনও পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে আর কেউ এখনও হ্যাটট্রিক করতে পারেনি।

সাকিবের ব্যাট নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের মাধ্যমেই আজ রাতে নিলামে তোলা হয় সৌম্য সকরারের ব্যাট এবং তাসকিনের হ্যাটট্রিক করা বল। রাত ১১.৫৯ পর্যন্ত সময় ছিল নিলামে অংশ নেয়ার। নিলামের সময় অকশন ফর অ্যাকশনের ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন সৌম্য এবং তাসকিন দু’জনই।

সেখানেই তাসকিনের হ্যাটট্রিক করা বল বিক্রি হলো ৪ লাখ টাকায় এবং সৌম্যর ব্যাট বিক্রি হলো সাড়ে চার লাখ টাকায়। জানা গেছে একটি ব্যাংক কিনে নিয়েছে এই দুটি ব্যাট এবং বল। তবে, কোন ব্যাংক সেটা প্রকাশ করা হয়নি।

অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বাত্ত্বাধিকারী আরিফ আর হোসেনও জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য। তিনিও নিজে ক্রেতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি। আগামীকাল দুপুরের দিকে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। মূলতঃ ক্রেতার কাছে পণ্য বুঝিয়ে দিয়ে হাতে টাকা পাওয়ার পরই নাম ঘোষণা করা হবে। আগামীকাল দুপুর ১২টায়।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।