অতিথির ঘরে ‘হারানো ধন’ খুঁজে পেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৭ এপ্রিল ২০২০

কথায় বলে, ‘হারানো বস্তু পাওয়া যায় খোঁজাখুঁজির একদম শেষ জায়গায়’- সত্যিই তাই। অন্তত ইংলিশ পেসার জোফরা আর্চার রোববার থেকে মানতে শুরু করেছেন বহুল প্রচলিত এই কথাটি।

কেননা নিজের হারানো ধন বিশ্বকাপ ফাইনালের মেডেলটি যে এমনই এক জায়গায় পেয়েছেন ২৫ বছর বয়সী গতিতারকা, যেখানে তিনি হয়তো কল্পনাও করেননি। তবে এই মেডেল খুঁজে পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন আর্চার।

সম্প্রতি বাসা বদলাতে গিয়ে মূল্যবান বিশ্বকাপ মেডেলটি হারিয়ে বসেন আর্চার। বিবিসি রেডিও ফাইভের সঙ্গে এক লাইভে আর্চার এ কথা স্বীকার করে বলেন, ‘একজন আমার একটা ছবি এঁকে পাঠিয়েছিল। সেটা দেয়ালে যেখানে লাগাই, তার ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি ফ্ল্যাট বদলেছি, নতুন দেয়ালে ছবিটা ঠিকই আছে কিন্তু মেডেলটা পাইনি। গত এক সপ্তাহে আমি বাড়ি পুরোটা উল্টেপাল্টে দেখেছি। তারপরও সেটা পাইনি।’

অবশেষে রোববার এই মেডেলটি তিনি পেয়েছেন অতিথিদের শোবার ঘর থেকে। তাও উদ্দেশ্যহীন খোঁজাখুঁজির মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন, অতিথিদের ঘরে এমনিতেই খুঁজছিলেন তিনি। পরে সেখান থেকেই উদ্ধার করেন মেডেলটি।

আর্চারের এক বছরেরও কম সময়ের ক্যারিয়ারে নিঃসন্দেহে সবচেয়ে বড় অর্জন এই বিশ্বকাপ মেডেল। ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়ে বড় অবদানও ছিল। বিশ্বকাপের আসরে ২০ উইকেট নিয়ে ছিলেন নিজ দলের সর্বোচ্চ উইকেটশিকারি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।