ভারতীয় স্পিনারকে ধুয়ে দিলেন গেইল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ২৬ এপ্রিল ২০২০

 

লকডাউনের আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে অন্য যেকোন খেলোয়াড়ের বেশি সময় দেন ভারতীয় লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল। আর এখন লকডাউনে যেন সেটি বেড়ে গেছে কয়েকগুণে। বিশেষ করে টিকটকে নানান ফানি ভিডিও বানিয়ে সেগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেই সময় কাটাচ্ছেন চাহাল।

তবে চাহালের এই উদ্ভট কর্মকাণ্ড তার সতীর্থ কিংবা বিদেশি খেলোয়াড়দের খুব একটা ভালো লাগছে না। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তো বলেই দিয়েছেন, চাহালের কাজকর্ম দেখলে মনেই হয় না যে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।

ভারতীয় এ স্পিনারকে ট্রল করার তালিকায় যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলও। তার মতে চাহালের উচিৎ এসব সোশ্যাল মিডিয়া থেকে চলে যাওয়া। কেননা দিনকে দিন তিনি বিরক্তিকর হয়ে উঠছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে চাহালের সঙ্গে করা এক লাইভ সেশনে গেইল বলেছেন, ‘আমি টিকটকের কাছে অনুরোধ করব, তারা যেন তোমাকে ব্লক করে দেয়।’

গেইল আরও বলেন, ‘সত্যি বলছি, সোশ্যাল মিডিয়াতে তুমি খুব বিরক্তিকর। তোমার উচিৎ সোশ্যাল মিডিয়া থেকে চলে যাওয়া। আমরা চাহালের ওপর বিরক্ত। আমি জীবনে আর তোমাকে দেখতে চাই না। আমি তোমাকে ব্লকই করে দেবো।’

এর আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এক লাইভ আড্ডায় প্রায় কথা বলেছিলেন কোহলি। তার ভাষ্য ছিল, ‘তুমি (ভিলিয়ার্সকে উদ্দেশ্য করে) হয়তো বিশ্বাসই করবে না, এই ছেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং তার বয়স ২৯ বছর! তার ভিডিওগুলো দেখলেই বুঝবে। সত্যিই সার্কাসের ক্লাউন।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।