কোন ব্যাটসম্যানকে দেখলে নিজের সেরাটা বের করে আনেন রাবাদা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৫ এপ্রিল ২০২০

বোলার হলেন দক্ষিণ আফ্রিকার। তাকে কি না সেরাটা বের করতে ভূমিকা রাখেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অবাক করা হলেও এই বিষয়টা নিজেই জানালেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

ক্রিকেট মাঠে কোহালি এবং রাবাদা অনেক স্মরণীয় ক্রিকেট লড়াইয়ের জন্ম দিয়েছেন। সে সব লড়াইয়ে কোহালিকে প্রতিপক্ষ হিসেবে বল করতে গেলেই নিজের ভেতর থেকে সেরাটা বের করে আনার তাগিদ অনুভব করেন রাবাদা। প্রোটিয়া পেসার জানান, কোহালিই তার মধ্য থেকে সেরাটা বের করে আনেন।

২০১৯ সালের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে রাবাদা ও কোহালিকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল। তার আগে দুই তারকার লড়াই নিয়ে অনেক আলোচনা হয়েছিল।

সম্প্রতি রাবাদার কাছে জানতে চাওয়া হয়, কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন এবং কাকে দেখলে নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রেরণা খুঁজে পান। জবাবে প্রোটিয়া পেসার বলেন, ‘আপনি যদি ওয়ানডে ক্রিকেটের দিকে তাকান, তখন আমি বলবো বিরাট কোহলি হচ্ছেন খুবই ধারাবাহিক। টেস্ট ক্রিকেটেও তাই।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৩টি টেস্ট থেকে রাবাদা নিয়েছেন ১৯৭টি উইকেট। ৭৫টি ওয়ানডে থেকে ১১৭টি উইকেট নেন। ২৪টি টি-টোয়েন্টি থেকে নিয়েছেন ৩০টি উইকেট। রাবাদা বলেন, ‘বেন স্টোকস, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনও আমার খুব পছন্দের তালিকায় রয়েছে।’

২০১৯ বিশ্বকাপে দারুণ ভরাডুবি ঘটেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এ কারণে আগামী দিনের জন্য নিজের লক্ষ্য স্থির করছেন রাবাদা। তিনি বলেন, ‘আমার খেলার কিছু ব্যাপারে নজর দিতে হবে। তাহলে আরও ভাল খেলতে পারব। বিশ্বকাপ জিততে পারলে তা দারুণ হবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।