আক্ষেপে ভরা ‘৯৯’ নিয়ে চমকপ্রদ যত তথ্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ এপ্রিল ২০২০

এত কাছে তবু কত দূরে- ক্রিকেটে এ কথাটি প্রায়ই ব্যবহৃত হয় দলীয় অর্জন বা ফলাফলের ব্যাপারে। যখন কোন দল খুব কাছে গিয়েও হেরে যায়, তখন এ বাক্যের ব্যবহার হয় যথাযথ। দলীয় পারফরম্যান্স আলাদা রেখে ব্যক্তিগত নৈপুণ্যের কথা চিন্তা করলে, এ কথাটি কখন বলা যায়?

হ্যাঁ! ঠিক ধরেছেন। যখন কোন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান মাইলফলকের খুব কাছ থেকে, তখনই বলা যায়, ‘এত কাছে তবু কত দূরে’। এ বাক্যটি ব্যবহারের উপযুক্ত সময় যখন কোন ব্যাটসম্যান আউট হন ৯৯ রানে, মাত্র ১ রানের জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে।

ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত ১১৯ জন ব্যাটসম্যান থেমেছেন ৯৯ রানের ইনিংসে। এর মধ্যে ২২ জন আবার ছিলেন অপরাজিত। সবচেয়ে বেশি ৩ বার ৯৯ রানে থেমেছেন ৪ জন ব্যাটসম্যান। অভিষেকেই ৯৯ রানে থামা ব্যাটসম্যানের সংখ্যা ৬ জন।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ রানের ইনিংস রয়েছে মাত্র ১টি। ২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে ৯৯ রান করে কট বিহাইন্ড হয়েছিলেন মুশফিকুর রহীম। সেটিই বাংলাদেশের একমাত্র ৯৯ রানের ইনিংস।

এ প্রতিবেদনে থাকছে ক্রিকেট ইতিহাসের ৯৯ নিয়ে সব চমকপ্রদ তথ্য

১৯০২- আন্তর্জাতিক ক্রিকেট শুরুর প্রথম ২৪ বছর ছিল না কোন ৯৯ রানের ইনিংস। তৃতীয় যুগে পা দিতেই অর্থাৎ ১৯০২ সালের জানুয়ারিতে মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে আউট হন অস্ট্রেলিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান ক্লেম হিল, বনে যান ৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে হিলের পরের দুই ইনিংস ছিল যথাক্রমে ৯৮ ও ৯৭।

১৫১- আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৯ রানের ইনিংস ১৫১টি। এর মধ্যে ১৪২টি হয়েছে পুরুষ ক্রিকেটে আর বাকি ৯টি নারী ক্রিকেটে। তবে সবগুলো ইনিংসই আউট ছিল না। মোট ৯৯ রানের ১৫১ ইনিংসের মধ্যে ২৩টিতে অপরাজিত ছিলেন ব্যাটসম্যান।

৩- আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩টি করে ৯৯ রানের ইনিংস খেলেছেন চারজন ব্যাটসম্যান। তারা হলেন শচিন টেন্ডুলকার, রিচি রিচার্ডসন, জেওফ বয়কট এবং মিসবাহ উল হক। অধিনায়ক হিসেবে ৩ বার ৯৯ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান মিসবাহ।

অন্যদিকে ক্রিকেট ঈশ্বর শচিন তিনবারই আউট হয়ে গেছেন ৯৯ রানের ইনিংস খেলে। মজার বিষয় হলো, এ তিনটি ইনিংসই এসেছে ওয়ানডেতে এবং ২০০৭ সালে। মাত্র পাঁচ মাসের ব্যবধানে ৩ বার ৯৯ রানে আউট হয়েছিলেন তিনি।

৩- একই ম্যাচে সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসের রেকর্ড ৩টি। ১৯৭৩ সালে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে তিন ব্যাটসম্যান ফিরেছিলেন ৯৯ রানে। পাকিস্তানের পক্ষে মাজিদ খান ও মুশতাক মোহাম্মদ এবং ইংল্যান্ডের পক্ষে ডেনিস অ্যামিস।

এছাড়া একই ম্যাচে দুই ব্যাটসম্যানে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা রয়েছে দুইটি। ১৯৯২ সালে নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টে দ্বীপক প্যাটেল ও জন রাইট এবং ১৯৯৩ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে মার্ক ওয়াহ ও মাইকেল আদারটন।

৫- নিজেদের অভিষেক ম্যাচেই ৯৯ রানে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা ৫ জন। সর্বপ্রথম এই ভাগ্যবরণ করেছেন অস্ট্রেলিয়া আর্থুর চিপারফিল্ড। ১৯৩৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে আউট হয়েছিলেন তিনি। বাকি চারজন হলেন ওয়েস্ট ইন্ডিজের রবার্ট ক্রিশ্চিয়ানি, পাকিস্তানের আসিম কামাল, ইংল্যান্ডের ইয়ন মরগ্যান এবং অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ব্যাটার জেস জোনাসেন।

এই পাঁচজনের বাইরে নিজের অভিষেক ম্যাচে ৯৯ রানে রানে অপরাজিত ব্যাটসম্যানের সংখ্যা মাত্র এক। ২০১৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৯৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন আরব আমিরাতের স্বপ্নিল পাতিল।

১৭- আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস ৯৯, এমন ব্যাটসম্যানের সংখ্যা ১৭ জন। এর মধ্যে ১৪ জন পুরুষ ক্রিকেটার এবং নারী ক্রিকেটার ১৪ জন। এই ১৭ জনের মধ্যে টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ ৩১৫৪ রান করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

১- ঠিক ৯৯ টেস্টেই ক্যারিয়ার শেষ হয়েছে মাত্র একজন খেলোয়াড়ের। তিনি ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ক্যারিয়ার থেমেছে শহীদ আফ্রিদির।

৪- যেকোন ফরম্যাটে ঠিক ৯৯ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন চারজন বোলার। টেস্টে আর্থুর মেইলি, আব্দুর রেহমান এবং বেন হিলফেনহাস এবং ওয়ানডেতে এই তালিকায় রয়েছে স্কট স্টাইরিস।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।