জাভেদ ওমরের কর্মকাণ্ড নিয়ে আইসিসির সন্দেহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২১ এপ্রিল ২০২০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমরকে ভবিষ্যতে ক্রিকেট সংশ্লিষ্ট কোন দায়িত্ব দিতে নিষেধ করে দিয়েছে আইসিসি। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালনের সময় আইসিসির সন্দেহের মুখে পড়েছেন জাভেদ ওমর।

সোমবার (২০ এপ্রিল) ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সাবেক ক্রিকেটার হয়েও জাভেদ ওমর আইসিসির নিয়মনীতির লঙ্ঘন করায় হতাশ বিসিবির সেই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্রিকবাজকে সেই কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ! আমাদের বলা হয়েছে, পরবর্তীতে আমরা যেন তাকে (জাভেদ ওমর) আর কোন সিরিজ বা খেলায় দায়িত্ব না দেই। এটা সত্যিই অনেক বেশি হতাশার।’

গত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক ডানহাতি ওপেনার জাভেদ ওমর। সে ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছিল বিসিবি।

সেখানে জাভেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, ম্যানেজারের দায়িত্ব পালনের সময় দলের ভেতরের খবর অসাধু মানুষদের জানিয়েছেন তিনি। যে কারণে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে অনুরোধ করা হয়েছে, ভবিষ্যতে আর কখনও যেন জাভেদকে কোন দায়িত্ব না দেয়া হয়।

মূলত সাবেক ক্রিকেটার হওয়াতেই প্রাথমিকভাবে কোন আনুষ্ঠানিক সিদ্ধান্তে যেতে চাইছে না আইসিসি। কেননা এখন যদি বিসিবির পক্ষ থেকে আর কোন দায়িত্ব না দেয়া হয় জাভেদ ওমরকে, তাহলে তার পক্ষে কোন ধরনের নেতিবাচক কাজে জড়ানো সম্ভব হবে না। তাই আইসিসির পক্ষ থেকেও এই অনুরোধই করা হয়েছে।

প্রায় ১২ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলেছেন জাভেদ। টেস্টের সঙ্গে মানানসই হলেও অতিরিক্ত ধীরগতির ব্যাটিং ওয়ানডেতে তাকে কখনওই স্বস্তির নিশ্বাস ফেলতে দেয়নি। দুই ফরম্যাট মিলে ৩০৩২ রান রয়েছে তার ঝুলিতে।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।