ভারতীয়দের এহেন কাণ্ডে অবাক অশ্বিন-রোহিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ এপ্রিল ২০২০

করোনার আক্রমণে কাঁদছে পুরো বিশ্ব। ভারতেও আস্তে আস্তে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এমন সময়ে পুরো জাতিকে এক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার রাতে নয় মিনিট আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। জনগণ বুঝলেন তার উল্টো!

বিপদে নীরবতা পালন নয়, বরং এই সময়টায় আতশবাজি আর পটকা ফুটিয়েছেন ভারতের অনেকে। লকডাউন ভেঙে রাস্তায় নেমে এসে উৎসব উদযাপনেও মেতে উঠেন তারা।

এই বিপদের মুহূর্তে জনগণের এমন কাণ্ড দেখে আসলে কি বলবেন বুঝে উঠতে পারছেন না রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা। দেশের মানুষকে সচেতন করতে টুইটারে নিজের নামই বদলে ফেলেছেন অশ্বিন। রোহিতও বারবার নানা ধরনের টুইটে সবাইকে সতর্ক করছেন। কিছুতেই তো কিছু হচ্ছে না!

লকডাউনের মধ্যে আনন্দ উৎসব! অশ্বিন বিস্ময় প্রকাশ করে নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি সত্যিই ভেবে অবাক হচ্ছি, এত বাজি মানুষ কিনল কোথা থেকে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাজিগুলো কেনা হলো কখন!!’

জনগণের এমন কাণ্ড মানতে পারছেন না রোহিত শর্মাও। তিনি কিছুটা রসিকতার সুরে কটাক্ষ করেছেন দেশবাসীকে। ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক টুইট করেছেন, ‘সবাই ঘরে থাকুন। উৎসব পালন করতে রাস্তায় যাওয়ার দরকার নেই। বিশ্বকাপের এখনও অনেক দেরি।’

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা। রোহিত সেদিকেই ইঙ্গিত করে খোঁচা দিয়েছেন উৎসব করা মানুষগুলোকে।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।