লোভী ব্যবসায়ীরাই দেশের আসল করোনাভাইরাস : রুবেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২১ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্ক ভর করেছে সারাদেশে। এরই মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ২৪ জন মানুষ, মারা গেছেন দুইজন। সবখানেই বিরাজ করছে ভয়, সবার মধ্যেই রয়েছে চাপা আতঙ্ক।

এমতাবস্থায় অন্যান্য সব দেশে নাগরিক জীবনকে আরও সহজ ও স্বাভাবিক রাখতে নমনীয় হতে দেখা যাচ্ছে সকল ব্যবসায়ীকে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যহ্রাস দেখা গেছে অনেক দেশে।

কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে। করোনার আঘাত হানার আগেই মাস্কের দাম হয়েছিল আকাশচুম্বী। লোভী ব্যবসায়ীরা মজুদ করে রেখেছিল অতি প্রয়োজনীয় স্যানিটাইজার। এছাড়া কাঁচা বাজারের দামও বেড়েছে কয়েকগুণ।

এসব লোভী ব্যবসায়ীদের এক হাত নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। তার মতে, লোভী ব্যবসায়ীরাই দেশের আসল করোনাভাইরাস। ফেসবুকে নিজের পেজে এ বিষয়ে এক পোস্ট করেছেন রুবেল। সেটি নিচে তুলে ধরা হলো:

‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে (চীনে) এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!

শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?

মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।