টেস্টে টাইগারদের ব্যাটিং কোচ হয়ে আসছেন না বাঙ্গার!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৯ মার্চ ২০২০

সঞ্জয় বাঙ্গার টেস্টে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বা কোচ হতে পারেন। গত ৫ বছর ধরে ভারতের ব্যাটিং কোচ হিসেবে কর্মরত মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী এই সাবেক টেস্ট ক্রিকেটারকে লাল বলে বা দীর্ঘ পরিসরের জন্য বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়োগে আগ্রহ দেখিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন সুজন কয়েকদিন আগে মিডিয়ায় বলেছেনও, ‘আমরা বাঙ্গারের সঙ্গে কথা বলেছি, তবে কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি। আমরা আরও কয়েকজনের সঙ্গেও কথা বলছি। ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে লাল বলেও কাজ করছেন। আমরা টেস্ট ক্রিকেটের জন্য একজন ব্যাটিং কোচ খুঁজছি, যিনি এই দায়িত্ব পালন করতে পারবেন।’

বিসিবি প্রধান নির্বাহীর এই কথা শুনে মনে হচ্ছিলো, সঞ্জয় বাঙ্গারই বুঝি টেস্টে টাইগারদের কোচ হয়ে আসছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সে খবর প্রত্যাখান করেছে। শেষ খবর, সঞ্জয় বাঙ্গার প্রসঙ্গে ভারত বলছে এ প্রস্তাব তিনি নিজেও নাকি প্রত্যাখান করেছেন।

সঞ্জয় বাঙ্গার কি সত্যিই বিসিবির প্রস্তাব নাকচ করে দিয়েছেন? এ প্রসঙ্গে বিসিবির ভাষ্য কি? বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কাছে তা জানতে চাওয়া হলে তিনি এখনই শেষ কথা বলতে নারাজ। তবে হাব-ভাবে বুঝিয়ে দিয়েছেন, বাঙ্গার নাও আসতে পারেন।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা, ‘বাঙ্গার আসবেন কি আসবেন না, এটা এখনও বলার সময় আসেনি। বিসিবি প্রস্তাব প্রত্যাখানের বিষয়ে হ্যাঁ-না বলতে বলা হলে বিসিবি বিগ বস জানান, হতে পেরে!’

পরক্ষণেই বলে ওঠেন, ‘আমরা চার-পাঁচ জনের সাথে যোগাযোগ করছি, কথা হচ্ছে। টার্মস এন্ড কন্ডিশন্স তো সবার সাথে মিলবে না। তাই এই বিষয়ে বলার সময় এখনও আসেনি।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।