করোনার মধ্যে ইংল্যান্ডকে অন্যরকম প্রস্তাব ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৯ মার্চ ২০২০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। ফলে প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। শঙ্কা রয়েছে আসন্ন ইভেন্টগুলো নিয়েও। এমনই একটি হলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। সিরিজটি আগামী ৪ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়ার কথা।

কিন্তু ইংল্যান্ডের অবস্থা এখন ভালো নয়। করোনাভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজার ছুঁয়েছে। মারা গেছে এখন পর্যন্ত ৭১ জন।

এই অবস্থায় খুব সহসাই ইংল্যান্ডে ক্রিকেট ফিরবে, মনে হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ আসন্ন সিরিজটি বাঁচাতে অন্যরকম এক প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। প্রস্তাবটি হলো, ইংল্যান্ডের সিরিজটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্র্যাভ বলেন, ‘আমি টম হ্যারিসনের (ইসিবির প্রধান নির্বাহী) সঙ্গে গত কয়েকদিনে কয়েকবার কথা বলেছি। তাকে বলেছি আমরা যতটা সম্ভব আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখব। সবশেষে হ্যাঁ, যদি উপযোগী হয় তবে আমরা ক্যারিবিয়ানে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছি। সব বানিজ্যিক এবং সম্প্রচার স্বত্ত্ব ইসিবিরই থাকবে।’

আসন্ন সিরিজটি নিয়ে দুই বোর্ডের মধ্যে এখনও আলোচনা চলছে। প্রয়োজনে সূচি বদলিয়ে আয়োজন করা যায় কি না, সেটাও ভাবা হচ্ছে। এই সংকটের মধ্যেও ক্রিকেট চালিয়ে যেতেই মূলত ক্যারিবীয় বোর্ডের বিকল্প প্রস্তাবনা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।