করোনা শঙ্কাতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে : আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের সব খেলাধুলাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরও আইসিসি বলছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সিডিউল অনুযায়ীই চলবে। মঙ্গলবার এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা পুরুষদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোট সাতটি ভেন্যুতে খেলা হবে।

আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘চলতি করোনাভাইরাসের সংকট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ লোকাল অর্গানাইজার কমিটি। তারা এটা পর্যবেক্ষণেই রাখবে।’

‘আইসিসির পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্টেলিয়ার সাতটি ভেন্যুতে হওয়ার কথা। আমাদের পরিকল্পনা হলো, শিডিউল অনুযায়ীই খেলা চালিয়ে যাওয়ার।’

করোনার ভয়াবহতা ঘিরে ধরেছে ক্রীড়াঙ্গনকেও। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রায় সব ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী আইসিসি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।